এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পাইলট প্রজেক্টেই ফাসঁ বড়সড় দুর্নীতি, বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর সাধের দুয়ারে রেশনকে ঘিরে

পাইলট প্রজেক্টেই ফাসঁ বড়সড় দুর্নীতি, বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর সাধের দুয়ারে রেশনকে ঘিরে


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো দুয়ারে রেশন প্রকল্প। চলতি মাসেই এই প্রকল্প শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে, আগামী ১৬ ই নভেম্বর থেকে এই প্রকল্প রাজ্যে শুরু হবে। এখন চলছে এর পাইলট প্রজেক্ট। কিন্তু পাইলট প্রজেক্ট চলাকালীনই বড়োসড়ো দুর্নীতির অভিযোগ উঠেছে দুয়ারে রেশন প্রকল্পকে ঘিরে। যা অস্বস্তি বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকারের।

একে দুয়ারে রেশন প্রকল্প নিয়ে একের পর এক অভিযোগ করেছেন বহু রেশন ডিলার। উপযুক্ত কর্মী সংখ্যার যেমন ঘাটতি রয়েছে, তেমনি দুয়ারে রেশন প্রকল্প চালু করতে গেলে, এর জন্য কিনতে হবে গাড়ি, আবার রক্ষণাবেক্ষণ ব্যয়ও ব্যাপকহারে বৃদ্ধি পাবে। এমন নানা অভিযোগ রয়েছে। যদিও রাজ্য সরকার প্রকল্প চালুর ব্যাপারে অনড়। কিন্তু এবার এই প্রকল্প নিয়ে উঠে এলো দুর্নীতির অভিযোগ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই প্রকল্প নিয়ে জলপাইগুড়ি জেলা থেকে এক বিস্ফোরক অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে জলপাইগুড়ি জেলার সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বালাপাড়া গ্রামে স্থানীয় এক রেশন ডিলার বাড়ি বাড়ি গিয়ে রেশন সামগ্রী দেবার পরিবর্তে গ্রাহকদের হাতে টাকা দিয়ে আসছেন। রেশন সামগ্রীর পরিবর্তে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন টাকা।

এই অভিযোগ সামনে আসতেই প্রবল অস্বস্তি বেড়েছে রাজ্যের শাসক দলের। বহু মানুষ এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন জলপাইগুড়ি সাব ডিভিশনাল কন্ট্রোলার ফুড এন্ড সাপ্লাই অজয় কুমার মিশ্র। তবে এই ঘটনায় অভিযুক্ত রেশন ডিলার অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করেছেন। কিন্তু যে প্রকল্প এখনো সম্পূর্ণরূপে চালু করাই সম্ভব হয়নি, শুধুমাত্র যার পাইলট প্রজেক্ট চলছে, তাকে নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠায়, যথেষ্ট মুখ পড়েছে রাজ্য সরকারের, এমনটাই রাজনৈতিক বিশ্লেষকদের মতামত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!