এখন পড়ছেন
হোম > জাতীয় > পিসিকে ছেড়ে ভাইপোর শিবিরে যোগ দিলেন ৯ বিধায়ক, তোলপাড় রাজনৈতিক মহল

পিসিকে ছেড়ে ভাইপোর শিবিরে যোগ দিলেন ৯ বিধায়ক, তোলপাড় রাজনৈতিক মহল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিধানসভা নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির পক্ষ থেকে পিসি-ভাইপোকে হটানোর ডাক দেওয়া হয়েছিল। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উৎখাতের ডাক দিয়ে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিল ভারতীয় জনতা পার্টি। কিন্তু তাদের সেই চেষ্টা সফল হয়নি। তবে বাংলায় পিসি- ভাইপো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জুটি মিলে তৃতীয়বার তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনতে সাফল্য পেয়েছে।

তবে উত্তরপ্রদেশে সেই পিসি এবং ভাইপো এবার আলাদা হয়ে গেল। কিন্তু সেই পিসি-ভাইপো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, এক্ষেত্রে পিসি-ভাইপো বহুজন সমাজবাদী পার্টির মায়াবতী এবং সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। একসময় তাদের মধ্যে দা-কুড়াল সম্পর্ক থাকলেও, মাঝে তারা জোটবদ্ধ হয়ে বিজেপিকে চাপে ফেলার চেষ্টা করেছিল।

স্বাভাবিক ভাবেই সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজবাদী পার্টি যখন জোট গঠন করে, তখন এই জোটকে বুয়া-ভাতিজা অর্থাৎ পিসি- ভাইপোর জোট বলেই আখ্যায়িত করতেন সকলে। কিন্তু এবার মায়াবতীর সঙ্গ ছাড়লেন নয় বিধায়ক। স্বাভাবিক ভাবেই তাদের পদক্ষেপ ধীরে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে।

বিশেষ সূত্র মারফত খবর, খুব তাড়াতাড়ি বহু জন সমাজবাদী পার্টি ছেড়ে নয়জন বিধায়ক যোগ দিতে পারেন সমাজবাদী পার্টিতে। আর যদি এই জল্পনা বাস্তব হয়, তাহলে অখিলেশ সিং যাদব এবং মায়াবতীর মধ্যেকার জোট ভেস্তে যেতে পারে বলে মনে করা হচ্ছে। কেননা তারা জোটবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করার রাস্তা বেছে নিয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এখন যেভাবে মায়াবতীর ঘর ভাঙতে শুরু করেছে এবং ভোটের আগে তার দলের নয় বিধায়ক সঙ্গ ছেড়ে ভাইপো আখিলেশ সিং যাদবের সমাজবাদী পার্টিতে যোগদান করবেন বলে মনে করা হচ্ছে, তাতে যথেষ্ট চাপে বহু জন সমাজবাদী পার্টি। এক্ষেত্রে নিজেদের শক্তি রক্ষা করতে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে বুয়া-ভাতিজার জোট ভেস্তে যেতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকরা বলছেন, বর্তমানে উত্তরপ্রদেশে বিজেপি যথেষ্ট চাপের মুখে পড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বদলে নতুন কোনো মুখ আনা যায় কিনা, তার ব্যাপারে চিন্তা করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব। আর এই পরিস্থিতিতে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজবাদী পার্টি বিজেপির বিরুদ্ধে শক্তিশালী হলে গেরুয়া শিবির অনেকটাই চাপের মুখে পড়ে যাবে। কিন্তু তার মাঝেই যেভাবে বহুজন সমাজবাদী পার্টির সঙ্গ ছেড়ে নয়জন বিধায়ক সমাজবাদী পার্টিতে যোগ দেবেন বলে জল্পনা তৈরি হল, তাতে বিজেপির বিরোধী শিবির অর্থাৎ বুয়া- ভাতিজার জোট প্রশ্নের মুখে পড়ে গেল।

সেক্ষেত্রে দলের নয় বিধায়ক যদি অখিলেশ সিং যাদবের দিকে চলে যান, তাহলে মায়াবতী এই জোট ভেস্তে দিতে পারেন। আর সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজবাদী পার্টির মধ্যে যদি সখ্যতা বজায় না থাকে, তাহলে শেষ মুহূর্তে বাজিমাত করতে পারে ভারতীয় জনতা পার্টি। সব মিলিয়ে শেষ পর্যন্ত বহুজন সমাজবাদী পার্টির নয়জন বিধায়ক কি করেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!