এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতার সভা জমে গেল পিসি-ভাইপোর যুগলবন্দিতে, জেনে নিন বিস্তারিত

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতার সভা জমে গেল পিসি-ভাইপোর যুগলবন্দিতে, জেনে নিন বিস্তারিত


 

1992 সালে যুব কংগ্রেসের থাকার সময়ে বামফ্রন্টের মৃত্যুঘন্টা বাজিয়ে শোরগোল তুলে ছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বর্তমানে তিনি আর বিরোধী নন, পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় রয়েছেন। তিনি বাংলার মুখ্যমন্ত্রী। আর এবার ফের কাঁসরঘন্টা বাজাতে দেখা গেল তাঁকে। তবে তা আর বামফ্রন্টের বিরুদ্ধে নয়, কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে। জাতীয় নাগরিকপঞ্জি সংশোধনী আইন করার পর থেকেই কেন্দ্রের বিরুদ্ধে পথে নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার রানী রাসমণি রোডে ছাত্র যুব সমাবেশে উপস্থিত ছিলেন তিনি। যেখানে পিসি-ভাইপোর যুগলবন্দীতে মেতে উঠল নাগরিকত্ব আইন বিরোধী সভা। জানা যায়, এদিন মঞ্চ থেকে “আমরা কারা, নাগরিক। লড়ছে কারা, নাগরিক।” এরুপ শ্লোগান দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই স্লোগানের তালে তালে কাঁসর ঘণ্টা বাজাতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। যা দীর্ঘ 27 বছর আগে মমতা বন্দোপাধ্যায়ের বাম সরকারের বিরুদ্ধে মৃত্যুঘন্টা বাজানোর ঘটনাকেই মনে করিয়ে দিল বলে মত একাংশের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই ছাত্র যুব সমাবেশে উপস্থিত হয়ে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে সরব হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “তৃণমূলের আন্দোলন স্রেফ রাজনৈতিক আন্দোলনে আর সীমাবদ্ধ নেই। মানুষের আন্দোলনের মুখ হয়ে উঠেছে। অবৈধ ভাবে এতজন মানুষকে বাদ দিয়েছেন। সাহস থাকলে অসম, ত্রিপুরার মুখ্যমন্ত্রীরা ইস্তফা দিন। ক্ষমতা থাকলে বাংলা থেকে একজন মানুষকে বাদ দিয়ে দেখান। আমরা বুঝে নেব।”

এদিকে এদিনের সমাবেশে উপস্থিত হয়ে ব্ল্যাকবোর্ডে “নাগরিক সবাই” লিখে তার নিচে দুটো চোখ একে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমরা সবাই স্বাধীন দেশের নাগরিক। কারও দয়ায় দেশে বসবাস করি না। সব মহল থেকে প্রতিবাদ চলছে, চলবে।

এটা বাতিল করতেই হবে। স্বাধীনতার 73 বছর পর সবাইকে প্রমাণ করতে হবে যে, সে নাগরিক!” সব মিলিয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ করে পিসি মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জুটিতে জমজমাট রানী রাসমনির সভা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!