এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কেন্দ্রের দেওয়া মানুষের টাকা লুটপাট চালাচ্ছে পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড! বিস্ফোরক বিজেপি সাংসদ

কেন্দ্রের দেওয়া মানুষের টাকা লুটপাট চালাচ্ছে পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড! বিস্ফোরক বিজেপি সাংসদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যত দিন যাচ্ছে ততই রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিরোধী দল বিজেপি। করোনা প্রারম্ভের শুরু থেকেই বিভিন্ন ইস্যু নিয়ে শাসকদলের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ শাণাচ্ছে গেরুয়া শিবিরের দিলীপ ঘোষ থেকে লকেট চ্যাটার্জি, সৌমিত্র খাঁ থেকে অর্জুন সিং। মুহুর্মুহু অভিযোগ চালিয়ে আসছেন তাঁরা রাজ্য প্রশাসনের ওপর। এদিন আবারো শাসকদলের দুর্নীতি নিয়ে রীতিমতন ক্ষোভ উগড়ে দিলেন ব্যারাকপুরের সংসদ অর্জুন সিং।

এদিন সাংবাদিক সম্মেলনে সরাসরি রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তিনি মুখ খুললেন। তাঁর মতে, রাজ্যের শাসক সরকার বাংলার মানুষের উপর ক্রমাগত নির্যাতন চালাচ্ছে। এমনকি তিনি এও বলেন, বাংলার জন্য কেন্দ্রীয় সরকার যে ক্ষতিপূরণ দিয়েছে তা রীতিমতো তৃণমূল প্রশাসন লুটপাট করেছে।

এক্ষেত্রে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রীতিমতন জুটি বেঁধে তিরস্কার করেছেন। তাঁর মতে পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড ওপরের জায়গায় লুটপাট চালাচ্ছে এবং নিচের দিকে এমএলএ, চেয়ারম্যান, কাউন্সিলররা মানুষকে লুটেপুটে খাচ্ছে।

এদিন অর্জুন সিং দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানুষের জন্য নয়, নিজের জন্য, নিজের পার্টির জন্য কাজ করছে। এদিন অর্জুন সিং আরো অভিযোগ করেন, আমফানের ক্ষতিপূরণ তাঁদেরকে দেওয়া হচ্ছে যাঁদের ছাদ এবং পাকা বাড়ি রয়েছে। এমনকি শাসকদলের ঘনিষ্ঠ যাঁরা, তাঁদেরকে টাকা দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে অভিযোগ জানাতে গিয়ে তিনি সরাসরি গারুলিয়া পৌরসভার চেয়ারম্যান এর কথা বলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্জুন সিং দাবি করেন, গারুলিয়া পৌরসভার চেয়ারম্যান ক্ষতিপূরণের টাকা দিয়ে তাঁর বাড়ির সমস্ত কাজের লোকদের বেতন মিটিয়েছেন। অন্যদিকে বাংলার পঞ্চায়েত প্রধানদের বিরুদ্ধেও চুরির অভিযোগ আনেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে এদিন অর্জুন সিং বলেন, মুখ্যমন্ত্রী যেভাবে বলেন চুরি না করার কথা কিংবা ত্রাণ নিয়ে রাজনীতি না করার কথা- সেটি সম্পূর্ণ তাঁর নিজস্ব নাটক। অর্জুন সিং একটি হিসাব দিয়েছেন কিভাবে টাকা-পয়সা ভাগ-বাটোয়ারা হয়। তাঁর কথা অনুযায়ী, উপরের স্তরের সঙ্গে নিচের স্তরের সেটিং থাকে 75% আর 25%।

অর্থাৎ প্রশাসনের মাথা প্রায় 75% পায় এবং 25% প্রশাসনের নিচের দিকে লোকজন লুটে খায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও বাংলায় ক্ষতিপূরণ দেবার ব্যাপারে খতিয়ে দেখার অনুরোধ জানান সাংসদ অর্জুন সিং। পাশাপাশি তিনি এদিন জানান, দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তিনি একটি মামলা দায়ের করেছেন। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, 2021 এর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই কিন্তু রাজ্যের শাসক দলকে কোণঠাসা করার জন্য গেরুয়া শিবির বেশ কয়েক কদম এগিয়ে আসছে।

2019 এর লোকসভা নির্বাচনের পর থেকেই দেখা যাচ্ছে, এ রাজ্যে সংগঠনের জোর বেশ কিছুটা বাড়িয়ে নিয়েছিল গেরুয়া শিবির এবং তাঁদের পরবর্তী লক্ষ্য তখনই স্থির হয়ে গেছিল, 2021 এর বাংলার মসনদ দখল। মনে করা হচ্ছে, সেই লক্ষ্যেই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে আনছে গেরুয়া শিবির।

অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, শাসক দল যদি বিরোধীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজেদের সংশোধন না করে তাহলে অদূর ভবিষ্যতে কিন্তু তাঁদের জন্য বিপদ অপেক্ষা করবে। আপাতত পরিস্থিতি কোনদিকে এগোয় আগামী দিনে সেদিকে লক্ষ্য থাকবে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!