এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “পিসি-ভাইপো” আক্রমণের মাঝেই জয় শাহকে নিয়ে আক্রমণ অমিত শাহকে! বড় অভিযোগ তুললেন মমতা!

“পিসি-ভাইপো” আক্রমণের মাঝেই জয় শাহকে নিয়ে আক্রমণ অমিত শাহকে! বড় অভিযোগ তুললেন মমতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপির পক্ষ থেকে প্রতি সময় অভিযোগ করা হয়, রাজ্যে পিসি ভাইপোর সরকার চলছে। এমনকি কেন্দ্রীয় নেতারা বর্তমানে নির্বাচনকে পাখির যোগ করে যখন বাংলায় পা রাখছেন, তখন সেই একই অভিযোগ শোনা যাচ্ছে তাদের মুখ থেকে। বৃহস্পতিবার রাজ্যে এসে অমিত শাহের গলাতেও “বুয়া-ভাতিজার” সরকারের কথা শোনা গেছে। আর এই পরিস্থিতিতে সেই অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ করে রীতিমত শোরগোল তুলে দিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যেখানে অমিত শাহের পুত্র জয় শাহের নাম না নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কথা বলে তার সরকারের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ তোলা হচ্ছে, তা যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরাও করছেন, তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন বাংলার প্রশাসনিক প্রধান।

প্রসঙ্গত উল্লেখ্য, এদিন কোচবিহারে পরিবর্তন যাত্রার সূচনা করেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “এটা বুয়া ভাতিজার দুর্নীতি শেষ করার পরিবর্তন যাত্রা। এই যাত্রা সোনার বাংলা তৈরি করার।” আর অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাদের আক্রমণ করার পরই পাল্টা এই ব্যাপারে সরব হন তৃণমূল নেত্রী। তিনি বলেন, “খালি বুয়া-ভাতিজা করে বলছেন। আপনার ছেলে কি করে? এত টাকা কোথা থেকে এল?”

অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বিজেপির পক্ষ থেকে পরিবারতন্ত্রের অভিযোগ করা হলেও, পাল্টা বিজেপির সর্বোচ্চ নেতা অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তার পুত্রের নাম না করে গেরুয়া শিবিরের ভিত নাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে অমিত শাহের পুত্রের নাম না নিয়ে তার দুর্নীতি নিয়ে রীতিমত প্রশ্ন তুলে দিলেন তৃণমূল নেত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, শুভেন্দু অধিকারী কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। আর তারপরেই রীতিমত তৃণমূলকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে সেই “পিসি ভাইপো” বলে আক্রমণ করেছেন নিজের প্রাক্তন দলকে। শুধু তাই নয়, কিছুদিন আগেই রাজ্যে এসে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর গলাতেও শোনা গেছে এই পিসি ভাইপো প্রসঙ্গ।

স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পরিচালনা নিয়ে বিজেপির পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে, তাতে রীতিমত অস্বস্তিতে গেরুয়া শিবির। আর এই পরিস্থিতিতে রাজ্যে এসে পরিবর্তন যাত্রার সূচনা করে অমিত শাহের গলাতেও সেই কথা শোনা গেল। তবে এতদিন বিজেপি নেতারা এই কথা বললেও, কার্যত নীরব ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু এবার অমিত শাহের এই বক্তব্যের পর তার ছেলের নাম না করে দুর্নীতি নিয়ে কার্যত বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেত্রী। যা আগামী দিনে গেরুয়া শিবিরকে কিছুটা হলেও বেকায়দায় ফেলে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!