এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পিতা শিশিরের দেখানো পথেই কি হাঁটবেন পুত্র শুভেন্দু? অধিকারী গড়ে কোন ইঙ্গিত তৃণমূলের জন্য?

পিতা শিশিরের দেখানো পথেই কি হাঁটবেন পুত্র শুভেন্দু? অধিকারী গড়ে কোন ইঙ্গিত তৃণমূলের জন্য?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বর্তমানে গোটা রাজ্য জুড়ে শুভেন্দু অধিকারীকে নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। দল এবং সরকারের সঙ্গে ক্রমাগত দূরত্ব বজায় রাখতে দেখা যাচ্ছে রাজ্যের পরিবহনমন্ত্রীকে। শুধু তাই নয়, সাম্প্রতিককালে তিনি এমন কিছু মন্তব্য করছেন, যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে। আর এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী দলবদল করবেন, নাকি তৃণমূল কংগ্রেসেই থাকবেন, তা নিয়ে জল্পনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

তবে এখনও পর্যন্ত তিনি কী করবেন, তা স্পষ্ট নয়। আর এরই মাঝে গোটা পূর্ব মেদিনীপুরে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি অবশেষে বাবা শিশির অধিকারীর দেখানো পথেই হাঁটবেন পুত্র শুভেন্দু অধিকারী? কিন্তু কেন এমন প্রশ্ন উঠতে শুরু করেছে? হঠাৎ করে শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনার মাঝে কেন তার বাবা শিশির অধিকারী কথা প্রাসঙ্গিক হতে শুরু করল বঙ্গ রাজনীতিতে!

প্রসঙ্গত উল্লেখ্য, একসময় শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারী কংগ্রেসে বিদ্রোহী হয়ে উঠেছিলেন। প্রিয়রঞ্জন দাশমুন্সির বিরোধিতা করে কংগ্রেস ছেড়ে নির্দল প্রার্থী হয়ে লড়াই করেছিলেন তিনি। পরবর্তীতে বিধায়ক হয়ে নিজের শক্তি বৃদ্ধি করেছিলেন। জানা যায়, 1987 সালে তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রিয়রঞ্জন দাশমুন্সি টিকিট দেননি শিশির অধিকারীকে। আর এরপরই প্রিয়রঞ্জন দাশমুন্সির সেই সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠে নির্দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন শিশির অধিকারী।

আর বর্তমান পরিস্থিতিতে শিশিরবাবুর পুত্র শুভেন্দু অধিকারীর বিদ্রোহী মনোভাব দেখে অনেকে বলছেন, তাহলে কি তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি করে শুভেন্দু অধিকারী নিজের মত করে পথ চলতে শুরু করবেন! যদি সত্যি সত্যিই এমনটা হয়, তাহলে বঙ্গ রাজনীতিতে নতুন সমীকরণের সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। কেননা বিধানসভা নির্বাচনের আগে যদি বিদ্রোহী মনোভাব পোষণ করেন, তাহলে পৃথকভাবে শুভেন্দু অধিকারীর এই লড়াইয়ে প্রবল অস্বস্তিতে পড়তে হতে পারে তৃণমূল কংগ্রেসকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেননা গোটা রাজ্যে শুভেন্দু অধিকারীর একটা আলাদা জনপ্রিয়তা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃনমূল কংগ্রেসে সবথেকে বেশি সাংগঠনিক এবং জনপ্রিয় মুখ যিনি, তার নাম শুভেন্দু অধিকারী। তাই তিনি যদি বিদ্রোহকে জিইয়ে রেখে নিজের মত করে লড়াই করতে শুরু করেন, তাহলে তা যে শাসকদলের কাছে বড়সড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে, সেই বিষয়টি নিশ্চিত বিশেষজ্ঞদের কাছে।

তবে শুভেন্দুবাবুকে নিয়ে এই সমস্ত জল্পনা চললেও, তার বাবা শিশির অধিকারী অবশ্যই জানিয়ে দিয়েছেন, তাদের পরিবারের কেউ তৃণমূল কংগ্রেস ত্যাগ করবেন না। একাংশের মতে, এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারী ঘোষণা করেননি তিনি দলত্যাগ করছেন। এখনও শুভেন্দুবাবু রাজ্যের মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা। নানা মহলে তার সম্পর্কে গুঞ্জন তৈরি হলেও, শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তার মুখ থেকে কিছু না শুনে কেউ যেন কোনো বিভ্রান্তিমূলক বক্তব্য না রাখেন।

অর্থাৎ তিনি যে এখনও তৃণমূল কংগ্রেস ছাড়েননি, তা কার্যত স্পষ্ট। তবে অনেক সম্ভাবনা তাকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় “দাদার অনুগামী” বলে পোস্টার পড়তে শুরু করেছে। যা শুভেন্দু অধিকারীর ইঙ্গিতেই হচ্ছে বলে মনে করছেন একাংশ। আর এহেন পরিস্থিতিতে একসময় শিশির অধিকারীর বিদ্রোহ মনোভাব এবার তার পুত্র শুভেন্দু অধিকারীর মধ্যে দিয়ে প্রতিফলিত হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। তবে যদি তা হয়, তাহলে তা যে তৃণমূল কংগ্রেসের কাছে বড় চাপের কারণ হয়ে দাঁড়াবেহ তা কার্যত নিশ্চিত রাজনৈতিক মহলের কাছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!