এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গোপনে কাজ সারছেন পিকের দল, তটস্থ তৃণমূল নেতা, কাউন্সিলররা

গোপনে কাজ সারছেন পিকের দল, তটস্থ তৃণমূল নেতা, কাউন্সিলররা

পৌরসভা ভোটে তৃণমূলের প্রার্থী কারা হবেন, এটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে রাজ্য রাজনীতির অন্দরমহলে। পূর্বের নির্বাচনগুলোতে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে নানা মহলে গুঞ্জন থাকলেও, এতটা গুঞ্জন ছিল না। কিন্তু এবার একদম নিচুতলার অর্থাৎ পৌরসভা নির্বাচনের প্রার্থী কারা হবে, তার দিকে রীতিমতো কড়া নজর রয়েছে তৃণমূল নেতা থেকে কাউন্সিলরদের। কেননা এবার তৃণমূলের প্রার্থী ঠিক করবেন, ভোটগুরু প্রশান্ত কিশোর বলে খবর সর্বত্র।

তাই গত লোকসভা নির্বাচন থেকে তৃণমূলের দায়িত্ব নেওয়া প্রশান্ত কিশোর তার টিমকে দিয়ে নানা পৌরসভায় গোপন ভাবে সমীক্ষা চালাতে শুরু করেছেন। কোন এলাকায় কোন কাউন্সিলর ভালো কাজ করছেন, এলাকায় জনপ্রিয়তা কেমন, ইত্যাদি প্রশ্ন সাধারণ মানুষের কাছে ছুড়ে দিয়ে বাস্তব অবস্থা বুঝতে চাইছে এই টিম।

আর সাধারন মানুষ তৃনমূলের বর্তমান কাউন্সিলরদের সম্পর্কে কী বলবেন, আদৌ সেই ওয়ার্ডগুলোতে প্রার্থী পরিবর্তন হবে, নাকি একই প্রার্থী থাকবে, তার দিকে নজর রয়েছে সকলের। আর এবার পৌরসভা ভোট নিয়ে যখন নানা মহলে গুঞ্জন চলছে, ঠিক তখনই জলপাইগুড়ি এবং মালবাজার শহরে ফাইনাল সমীক্ষা চালালো প্রশান্ত কিশোরের টিম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, এদিন স্থানীয় একটি চায়ের দোকানের সামনে হঠাৎ একটি গাড়ি এসে থামতে দেখা যায়। আর তারপরই গাড়ি থেকে নেমে সেই চায়ের দোকানে ঢুকে আলোচনায় থাকা মানুষদের সাথে কথা বলেন প্রশান্ত কিশোরের টিমের সদস্যরা। বলেন, এলাকায় কাকে কাউন্সিলর হিসেবে দেখতে চান! দেখা হলে কাউন্সিলর হাসেন তো! আর দুই আগন্তুকের কথা শুনে সাধারণ মানুষেরা তাদের মতামত জানাতে শুরু করেন।

এদিকে পৌরসভা নির্বাচনের আগে প্রশান্ত কিশোরের টিমের এভাবে শহরজুড়ে সমীক্ষা চালানোয় এখন রীতিমত ঘুম ওড়ার যোগার তৃণমূলের স্থানীয় নেতা, কাউন্সিলরদের। বিশেষজ্ঞরা বলছেন, এই টিম তাদের রিপোর্ট প্রথমে প্রশান্ত কিশোরের হাতে তুলে দেবে। এরপরই সেই প্রশান্ত কিশোর তা তুলে দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের হাতে। যা দেখেই প্রার্থীর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তৃণমূল কংগ্রেস।

অর্থাৎ এই রিপোর্টের ওপর ভিত্তি করেই যে তৃণমূল এবার তাদের প্রার্থী তালিকা তৈরি করবে, সেই ব্যাপারে এক প্রকার নিশ্চিত প্রত্যেকেই। আর তাই তো এখন সাধারণ মানুষের জনাদেশ নিয়ে তৈরি হওয়া প্রশান্ত কিশোরের টিমের এই রিপোর্ট কার্ডে কি রয়েছে, তা রীতিমতো চিন্তা তৈরি করছে স্থানীয় নেতা নেত্রীদের মনে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!