এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পিকের ইশারায় “আমাদের চাকর-বাকরের মত ছুটতে হচ্ছে।’ ফের পিকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল বিধায়ক!

পিকের ইশারায় “আমাদের চাকর-বাকরের মত ছুটতে হচ্ছে।’ ফের পিকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল বিধায়ক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরের বিরুদ্ধে দিনকে দিন বিদ্রোহ বাড়তে শুরু করেছে শাসকদলের অন্দরে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের এক বিধায়ক সেই প্রশান্ত কিশোরের বিরুদ্ধে সরব হয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। আর মিহির গোস্বামী বিজেপিতে যোগ দেওয়ার পরেই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ বিভিন্ন জায়গায় তৃণমূলের অনেক বিধায়ক সেই রাজনৈতিক পরামর্শদাতার নীতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে কালে প্রশান্ত কিশোরকে দলের দায়িত্ব দিয়ে হৃতগৌরব পুনরুদ্ধার হবে বলে আশা করেছিল শাসক দলের একাংশ।

কিন্তু যেভাবে বিধানসভা নির্বাচনের আগে এই প্রশান্ত কিশোরকে নিয়ে আপত্তি তৈরি হয়েছে দলের অন্দরে, তাতে অস্বস্তি ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই একবার সেই প্রশান্ত কিশোর এবং তার টিম নিয়ে প্রশ্ন তুলেছেন ময়নাগুড়ি তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারী। আর এবার সেই প্রশান্ত কিশোরের নির্দেশে তাদেরকে চাকর-বাকরের মতো ছুটতে হচ্ছে বলে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল তাকে। আর তার এই মন্তব্যের মধ্যে দিয়েই একদিকে যেমন প্রশান্ত কিশোর অনেকটা চাপের মুখে পড়লেন, ঠিক তেমনই শাসক দলের পক্ষ থেকে সেই প্রশান্ত কিশোরকে রাজনৈতিক পরামর্শদাতার দায়িত্ব দেওয়া নিয়েও উঠতে শুরু করল প্রশ্ন।

সূত্রের খবর, এদিন সকালে আমগুড়ির গ্রামে বঙ্গধ্বনী কর্মসূচিতে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারী‌। আর সন্ধ্যায় জলপাইগুড়ি সার্কিট হাউসে দলের বৈঠকে যোগ দিতে আসেন তিনি। আর সেখানেই নিজের দলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরের টিমের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায় তাকে। এদিন এই প্রসঙ্গে অনন্তদেব অধিকারী বলেন, “কোনো আলোচনা না করে পিকে কর্মসূচি ঠিক করছেন, আর আমাদের চাকর-বাকরের মতো ছুটতে হচ্ছে। আমরা এত বছর ধরে নির্বাচন করে আসছি। পিকের উপদেশ আমাদের দরকার নেই।”

একাংশ বলছেন, লোকসভা নির্বাচনের পরে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের রাজনৈতিক পরামর্শদাতা করবার জন্য প্রশান্ত কিশোরকে নিয়ে আসতে হল, তখন অনেকেই তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। তবে প্রকাশ্যে এই ব্যাপারে অনেকেই মুখ খোলার সাহস পাননি। সেই সময় অনেকে দাবি করেছিলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরের বাম সরকারকে উৎখাত করার মতো ক্ষমতা রাখেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ইকে বিজেপিকে উৎখাত করতে গেলে কেন প্রশান্ত কিশোরকে দরকার হবে! তিনি যদি একা ময়দানে নামেন, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যেতে পারে!

কিন্তু তখন এই সমস্ত কিছুতে কান না দিয়ে সেই প্রশান্ত কিশোরের পরামর্শ মতই দল পরিচালনার কথা ভেবেছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু বর্তমানে বিধানসভা নির্বাচনে সেই প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত বিভিন্ন পরিকল্পনার মধ্যে দিয়ে জল সাফল্য পাবে বলে শাসকদল আশা করলেও দিনকে দিন পরিস্থিতি ঘোরালো হয়ে উঠতে শুরু করেছে। আর এবার ময়নাগুড়ি তৃণমূল বিধায়কের গলায় প্রশান্ত কিশোরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শাসকদলের অস্বস্তিকে প্রবলভাবে বাড়িয়ে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, আগামী সোমবার তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি জেলা সফরে আসছেন। আর তার আগেই সেই জেলার হেভিওয়েট বিধায়ক যেভাবে দলের রাজনৈতিক পরামর্শদাতা সম্পর্কে প্রশ্ন তুলে দিলেন, তাতে গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করেছে। অনেকেরই আশঙ্কা, অতীতে মিহির গোস্বামী পিকের বিরুদ্ধে প্রশ্ন তোলার পর দলত্যাগ করে বিজেপিতে নাম লিখিয়েছিলেন। সেদিক থেকে সেই প্রশান্ত কিশোরকে নিয়ে আপত্তি জানানোর পর আগামী নির্বাচনে তিনি আর লড়বেন না বলে জানিয়ে দিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত।

আর এই অবস্থায় মুখ্যমন্ত্রীর সফরের আগে যেভাবে জলপাইগুড়ি জেলার এক তৃণমূল বিধায়ক সেই প্রশান্ত কিশোরের নীতি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন, তাতে সেই বিধায়কের রাজনৈতিক অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তাহলে কি তিনি এবার দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে নতুন কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চলেছেন! এখন তা নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে বিশেষজ্ঞদের কাছে। সব মিলিয়ে অনন্তদেব অধিকারীর প্রকাশ্যে প্রশান্ত কিশোর সম্পর্কে এই ধরনের বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেতৃত্বকে কতটা অস্বস্তিতে ফেলে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!