এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পিকের সঙ্গে সম্পর্কের অবনতি মমতার? দূরত্ব তৈরির নয়া সমীকরণ! বাড়ছে রহস্য!

পিকের সঙ্গে সম্পর্কের অবনতি মমতার? দূরত্ব তৈরির নয়া সমীকরণ! বাড়ছে রহস্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- 2021 এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা ছিলেন প্রশান্ত কিশোর। তার টিমের সদস্যরা রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে কাকে প্রার্থী করতে হবে, কিভাবে সংগঠন পরিচালনা করতে হবে, তার সবটা ঠিক করেছিল। যার অভূতপূর্ব ফলাফল পেয়েছে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে আগামী দিনে অর্থাৎ 2024 সালের লোকসভা নির্বাচনেও তৃণমূলকে সাহায্য করতে প্রশান্ত কিশোর এবং তার টিম সর্বতো ভূমিকা পালন করবে বলেই মনে করা হয়েছিল।

কিন্তু এই পরিস্থিতিতে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েনের একটি মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা শুরু করলো। যার জেরে মনে করা হচ্ছে যে, তৃণমূলের সঙ্গে হয়ত বা এবার দূরত্ব তৈরি হতে চলেছে প্রশান্ত কিশোর এবং তার টিমের। হয়ত বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করবেন না প্রশান্ত কিশোর, অন্তত তেমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে একটি মন্তব্য করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি বলেন, “তৃণমূলের চাহিদা অনুযায়ী আইপ্যাক নির্দিষ্ট কিছু কাজ করে দিয়েছে। তারা সেই সব কাজ ভালোই করেছে। তৃণমূল একটা রাজনৈতিক দল, আর আইপ্যাক হল রাজনৈতিক সহযোগী।” বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ করে কেন তৃণমূল সাংসদ এই কথা বলতে গেলেন? তৃণমূল দলের সঙ্গে আইপ্যাকের বিষয়টি কেন তিনি আলাদা করলেন, তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশের মতে, সামনের 2024 এর লোকসভা নির্বাচন। তার আগে নিজেদের মতো করে শক্তিশালী হতে চাইছে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন রাজ্যে সংগঠন বাড়াতে চাইছে তারা। আর এই পরিস্থিতিতে অন্য কারও উপর নির্ভরশীল না হয়ে হয়ত বা নিজেদের মতো করে সংগঠন পরিচালনা করার চেষ্টা রয়েছে ঘাসফুল শিবির। আর সেই কারণেই আইপ্যাকের সঙ্গে নিজেদের পার্থক্যের কথা বুঝিয়ে দিয়ে হয়ত বা সুকৌশলে দূরত্ব তৈরি করার কথা বুঝিয়ে দিলেন তৃণমূল সাংসদ বলেই মনে করছেন একাংশ।

আর এই মন্তব্য যে শুধুমাত্র ডেরেক ও ব্রায়েনের নয়, এটা যে একেবারে তৃণমূল শীর্ষ নেতৃত্বের ভাবনার মধ্যেও রয়েছে, তা বলাই যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সত্যিই কি তাহলে আইপ্যাক বা প্রশান্ত কিশোরের সঙ্গে দূরত্ব বাড়াতে চলেছে তৃণমূল কংগ্রেস, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!