এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পিকে ইস্যুতে নাজেহাল মমতা? এবার বিস্ফোরক প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী? ভোটের আগে বাড়ছে চাপ?

পিকে ইস্যুতে নাজেহাল মমতা? এবার বিস্ফোরক প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী? ভোটের আগে বাড়ছে চাপ?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যে প্রশান্ত কিশোরকে এনে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন অস্বস্তি কমবে, এবার সেই প্রশান্ত কিশোরই যেন বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে। ইতিমধ্যেই সেই প্রশান্ত কিশোরের নানা সিদ্ধান্তের কারণে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছেন দাপুটে নেতা শুভেন্দু অধিকারীর। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্দিনের সঙ্গী রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের গলায় সেই প্রশান্ত কিশোর সম্পর্কে বিস্ফোরক মন্তব্য সামনে এল।

যার ফলে অস্বস্তি ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের। শুভেন্দু অধিকারীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যারাসুট এবং লিফট নিয়ে তরজা এখন বঙ্গ রাজনীতিতে চর্চার বিষয়। আর এবার মদন মিত্রের গলায় শোনা গেল ক্যাপসুল লিফটের কথা। সূত্রের খবর, এদিন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র বলেন, “বাড়িতে ক্যাপসুল লিফট নেই। আমি কলকাতা, মালদা, মুর্শিদাবাদে চপাড়ে চড়িনি।”

একুশে বলেছেন মদন মিত্র এই মন্তব্য করে বুঝিয়ে দিতে চাইলেন যে তৃণমূলের অনেকেই লিফটের মধ্যে দিয়ে ওঠানামা করেন কিন্তু তিনি যে সেই সমস্ত কিছু করেন না তার নিজের বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার করে দিতে চাইলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তাহলে কি তৃণমূলের শীর্ষস্তরের বেশকিছু নেতা এবং নেত্রীকে উদ্দেশ্য করে এই ধরনের মন্তব্য করলেন মদনবাবু! এখন তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তাহলে কি শুভেন্দু অধিকারীর মত তিনিও তৃণমূলের একাংশকে এইভাবে বার্তা দেওয়ার চেষ্টা করলেন!

সূত্রের খবর, এদিকে দলের অনেক নেতার বিজেপিতে যাওয়া প্রসঙ্গেও বিস্ফোরক মন্তব্য করেন মদন মিত্র। তিনি বলেন, “তৃণমূলের সবাই এখন ড্রেসিংরুমে রয়েছে। সেখানে মেকআপ তোলার পালা চলছে। মেকআপ তুললেই আসল চরিত্র জানা যায়। আমি মদন মিত্র। আমি বেইমান নই।” এদিকে প্রশান্ত কিশোরকে নিয়েও এদিন বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূলের এই হেভিওয়েট নেতা।

যেখানে তিনি বলেন, “প্রশান্ত কিশোর দলের স্ট্র্যাটিজি ঠিক করবে। তবে কামারহাটির মানুষকে কেমনভাবে কাছে পাওয়া যাবে, সেটা তো আর ও শিখিয়ে দেবে না। যদি আমি হনুমান মন্দিরে যাই, তাহলে কোন রঙের সালোয়ার পড়ব, কোন রঙের টিপ পড়ব, তা শুধুমাত্র আমার উপরেই নির্ভর করবে।” অর্থাৎ মদন মিত্র পরিষ্কার ভাবে নিজের বক্তব্যের মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে, প্রশান্ত কিশোর দলের রাজনৈতিক পরামর্শদাতা হতে পারে।

কিন্তু তিনি কীভাবে তার এলাকার মানুষের মন জয় করবেন, তা কখনই সেই প্রশান্ত কিশোরের কাছ থেকে শুনে তিনি পরিচালিত হবেন না। স্বাভাবিকভাবেই তৃণমূল নেতৃত্ব যখন সেই প্রশান্ত কিশোরের পরামর্শ নিয়ে পথ চলার কথা ভাবছে, তখন মদন মিত্রের মত অভিজ্ঞ নেতার গলায় এই ধরনের মন্তব্য আসায় রীতিমত অস্বস্তি বৃদ্ধি পেল ঘাসফুল শিবিরের অন্যান্য শীর্ষ নেতাদের বলেই মত বিশেষজ্ঞদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর মদন মিত্রের এই ধরনের মন্তব্য নিয়ে এবার রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জল্পনা। তাহলে কি মদনবাবু এই ধরনের মন্তব্য করে বুঝিয়ে দিতে চাইলেন! তিনি এখন অন্য কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন? আর প্রকাশ্যে প্রশান্ত কিশোরের টিমের বিরুদ্ধে মন্তব্য করার পরেই তৃণমূল কংগ্রেস ত্যাগ করেছিলেন দীর্ঘদিনের বিধায়ক মিহির গোস্বামী।

স্বভাবিকভাবেই মদন মিত্র সেই একইভাবে প্রশান্ত কিশোরের বিরুদ্ধে সরব হওয়ায় তার রাজনৈতিক ভবিষ্যত নিয়েও গুঞ্জন তৈরি হয়েছে। যদিও বা নিজেকে দলের সম্পদ বলে দাবি করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। পাশাপাশি শুভেন্দু অধিকারীকে নিয়েও এদিন মন্তব্য করেছেন তিনি। নন্দীগ্রামের বিধায়ককে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মদন মিত্র বলেন, “আমি নন্দীগ্রাম থেকে দাঁড়াবো।

অন্যদিকে শুভেন্দু অধিকারী কামারহাটি থেকে দাঁড়ান।” অর্থাৎ নিজের বক্তব্যের মধ্যে দিয়ে দলের প্রতি আনুগত্য পূরণের চেষ্টা করেছেন মদন মিত্র। কিন্তু প্রশান্ত কিশোরকে নিয়ে তিনি যেভাবে বিস্ফোরক মন্তব্য করলেন, তা তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে কার্যত অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো বলেই মত বিশেষজ্ঞদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!