এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রশান্ত কিশোরের টিমকে মাত দিতে এবার আসরে নামছে বিজেপির টীম

প্রশান্ত কিশোরের টিমকে মাত দিতে এবার আসরে নামছে বিজেপির টীম

কথায় আছে, “বাপেরও বাপ থাকে।” আর এবার কি ঠিক সেটাই হতে চলেছে বঙ্গ রাজনীতিতে! লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বাংলায় মুখ থুবড়ে পড়ার পর দলের হাল ফেরাতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের রননীতিকারের দায়িত্ব দেন ভোটগুরু প্রশান্ত কিশোরের ওপর।

যেখানে তৃণমূলের দায়িত্ব পাওয়ার পরই একাধিক জনসংযোগ মূলক কর্মসূচীর মধ্যে দিয়ে সাধারণ মানুষের সঙ্গে তৃণমূলের জনসংযোগ করানোর পরিকল্পনা শুরু করে প্রশান্ত কিশোর এবং তার টিম। দিদিকে বলোর মতো কর্মসূচির মধ্যে দিয়ে বর্তমানে তৃণমূল তার ভাবমূর্তি ফেরাতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে 2021 এ বাংলাকে টার্গেট করা ভারতীয় জনতা পার্টি তৃণমূল এবং প্রশান্ত কিশোরকে দমাতে উদ্যোগী হয়েছে।

কিভাবে বাংলা দখল করা যাবে, তা নিয়ে এবার তৃণমূলের সাফল্য পাইয়ে দেওয়ার দায়িত্বে থাকা প্রশান্ত কিশোরের টিমকে মাত করতে নিজেদের টিমকে ময়দানে নামাতে শুরু করল ভারতীয় জনতা পার্টি। জানা গেছে, গত 2017 সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টিকে সাফল্য পাইয়ে দেওয়ার দায়িত্বে ছিলেন প্রশান্ত কিশোর। তবে উত্তরপ্রদেশের ক্ষমতা নিজেদের দখলে আনতে সেই সময় বিজেপির তরফ একটি টিম কাজ করেছিলে।

শেষ পর্যন্ত সেই নির্বাচনে উত্তরপ্রদেশের ক্ষমতা দখল করেছিল বিজেপি‌। ফলে সেদিক থেকে সমাজবাদী পার্টিকে সাফল্যের মুখ দেখানোর চেষ্টা করা প্রশান্ত কিশোর এবং তার টিমের ভরাডুবি হয়েছিল। আর তাই এবার সেই প্রশান্ত কিশোর এবং তার টিম বাংলায় তৃণমূল কংগ্রেসকে সাফল্য পাইয়ে দেওয়ার দায়িত্ব নিলেও, তাদের পরাজিত করতে বঙ্গ বিজেপির তরফে উত্তরপ্রদেশের সেই টিমকে কাজে লাগানো হচ্ছে বলে খবর।

বিজেপির একটি অংশের দাবি, খুব তাড়াতাড়ি এই টিম সারা বাংলা জুড়ে তাদের প্রচার পর্বে ঝাঁপিয়ে পড়বে। আর এই টিম বিজেপির প্রচার পর্বে ঝাঁপিয়ে পড়লেই প্রশান্ত কিশোর এবং তৃণমূলের উত্থান অনেকটাই নিচের দিকে নামতে শুরু করবে বলে মনে করছেন গেরুয়া শিবিরের অনেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, ইতিমধ্যেই গত পয়লা জানুয়ারি বিজেপির রাজ্য দপ্তরের বৈঠকে এই টিমের বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। যেখানে এই টিমের অন্যতম সদস্য ঝষি বাড়ি, যার সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরাসরি যোগাযোগ আছে তিনিও সেই বৈঠকে ছিলেন বলে খবর। কিন্তু যেখানে প্রশান্ত কিশোরের সংস্থা তৃণমূলকে সাফল্যের মুখ দেখাতে শুরু করেছে, সেখানে বিজেপির দায়িত্ব নেওয়া এই টিম কি বিজেপিকে সাফল্যের মুখ দেখাতে পারবে!

এদিন এই প্রসঙ্গে ঝষি বাগড়ি বলেন, “ব্যক্তিগতভাবে 2021 সালের নির্বাচন নিয়ে নরেন্দ্র মোদির ভাবনা চিন্তা রয়েছে। বাংলার গৌরব ফিরিয়ে আনতে তিনি বদ্ধপরিকর। তাই আমরা খুব শীঘ্রই রাজ্যজুড়ে বহুমুখী প্রচারে নামব। সোশ্যাল মিডিয়া নয়, সরাসরি মানুষের কাছে গিয়ে দিল্লির সরকারের সাফল্য তুলে ধরা হবে। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যে ভেঙে পড়া অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্পের করুণ দশা তুলে ধরা হবে।”

প্রশান্ত কিশোরের সংস্থাকে কিছুটা কটাক্ষ করে
ঝষি বাগড়ি বলেন, “আমরা 2017 সালে উত্তরপ্রদেশের ওদের গোহারা হারিয়েছি। লোকসভা ভোটে দেশের ঐক্যবদ্ধ বিরোধীদের পর্যুদস্ত করেছি। যখন মোদী-শাহ 2021 সালে বাংলায় ক্ষমতায় আসার শপথ নিয়েছেন, তখন এই টিম তা করে দেখাবে।” এখন তৃণমূলের প্রশান্ত কিশোরের টিমের সাথে বিজেপির এই টিমের লড়াইয়ে কে উত্তীর্ণ হয়, এখন সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!