এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > টিম পিকে নয়, বাম বিধায়কই তৃণমূলে যোগ দিতে যোগাযোগ করছেন? পাল্টা বিস্ফোরক অভিযোগে জল্পনা!

টিম পিকে নয়, বাম বিধায়কই তৃণমূলে যোগ দিতে যোগাযোগ করছেন? পাল্টা বিস্ফোরক অভিযোগে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে বিরোধীদের দল ভাঙ্গানোর জন্য প্রশান্ত কিশোর সকলের কাছে ফোন করতে শুরু করেছেন বলে অভিযোগ উঠেছিল গোটা রাজ্য জুড়ে। সাম্প্রতিককালে সিপিএমের একাধিক বিধায়কের কাছে প্রশান্ত কিশোরের এবং তার টিমের ফোন গেছে বলেও সরব হয়েছিলেন বাম শিবিরের নেতারা। আর এর পরিপ্রেক্ষিতে তৃণমূলের কাছে প্রতিক্রিয়া নিতে যাওয়া হলে তৃণমূল নেতারা জানিয়ে দিয়েছিলেন, এই ঘটনা সম্পর্কে তারা বিন্দুবিসর্গ জানেন না। যার ফলে জল্পনা তৈরি হয়েছিল।

একাংশ দাবি করেছিলেন, আসলে এর সমস্ত কিছুর মূলে রয়েছেন প্রশান্ত কিশোর। তিনি তৃণমূলকে সাফল্য পাওয়ানোর জন্য এখন জান-প্রাণ দিয়ে চেষ্টা করছেন। তাই বিরোধী দলের যারা স্বচ্ছ মুখ রয়েছে, তাদের তৃণমূলে নিয়ে আসার জন্য তিনি এই সমস্ত প্রস্তাব দিতে শুরু করেছেন। কিন্তু সত্যিই কি তাই? সত্যিই কি তাহলে প্রশান্ত কিশোর এই ধরনের কাজের সঙ্গে যুক্ত?

সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার বাম বিধায়ক ইমরান আলি রামজ দাবি করেন যে, প্রশান্ত কিশোর তাকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন। এমনকি বাইপাসের পাঁচতারা হোটেলে তাঁদের মধ্যে বৈঠক পর্যন্ত হয়েছে। শুধু তাই নয়, এই গোটা ঘটনার রেকর্ডিং তার কাছে আছে বলেও দাবি করেছেন এই বিধায়ক। যার পরে শোরগোল তৈরি হয় গোটা রাজ্যজুড়ে। তাহলে হয়ত বা গোটা ঘটনার পেছনে কিছুটা হলেও সত্যতা রয়েছে বলে দাবি করেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এসব কতটা সত্যি, তার জন্য প্রশান্ত কিশোরের বিবৃতির অপেক্ষায় ছিলেন সকলে। অবশেষে এই ব্যাপারে মুখ খুললেন তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর। যেখানে চাকুলিয়ার বাম বিধায়কের করা দাবি সম্পূর্ণরূপে খারিজ করে দিলেন তিনি। উল্টে জানিয়ে দিলেন যে সেই বাম বিধায়কই তৃণমূলে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করেছিলেন।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে প্রশান্ত কিশোর বলেন, “ওই বাম বিধায়কের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এসব বানানো গল্প ছাড়া আর কিছু নয়। ফেক নিউজ ছড়ানো হচ্ছে। ওই বিধায়ক নিজেই তৃণমূলের সঙ্গে যোগাযোগ করেছিলেন। বৈঠক হয়েছিল। কিন্তু ওই বিধায়কের আর্জি মেটানো সম্ভব নয় বলে আমরা পিছিয়ে আসি।” আর দুই পক্ষের মন্তব্য শোনার পর একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে রাজনৈতিক মহলের কাছে যে, সেই বাম বিধায়ক এবং প্রশান্ত কিশোরের মধ্যে বৈঠক হয়েছে, একথা অত্যন্ত সত্য। তবে সেই বৈঠকে কে তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে সব থেকে বেশি আগ্রহ দেখিয়েছিলেন, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

যেভাবে প্রশান্ত কিশোর বাম বিধায়কের তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছার কথা তুলে ধরলেন, তাতে সেই বাম বিধায়কের আগের মন্তব্যের পরিপ্রেক্ষিতে উঠতে শুরু করল প্রশ্ন। এখন প্রশান্ত কিশোরের এই মন্তব্যের পর চাকুলিয়ার বাম বিধায়কের তরফ থেকে নতুন কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!