এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পাখির চোখ উত্তরবঙ্গের ৫৪ টি আসন, বড়সড় পদক্ষেপ নিল গেরুয়া শিবির! এখন থেকেই ঝড় তুলতে ব্যবস্থা?

পাখির চোখ উত্তরবঙ্গের ৫৪ টি আসন, বড়সড় পদক্ষেপ নিল গেরুয়া শিবির! এখন থেকেই ঝড় তুলতে ব্যবস্থা?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২০১৯ এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে কার্যত গেরুয়া ঝড় তুলেছিল বিজেপি। উত্তর বঙ্গের মোট আটটি লোকসভা আসনের মধ্যে সাতটি আসনই বিজেপির হাতে চলে গিয়েছিলো। একবারে মুখ থুবড়ে পড়েছিল শাসকদল তৃণমূল। লোকসভা নির্বাচনের নিরিখে বিচার করলে উত্তরবঙ্গের অনেকগুলি বিধানসভা আসনেই এগিয়ে আছে বিজেপি। বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে ঝড় তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বিজেপি। গতকাল উত্তরবঙ্গের সমস্ত বিধানসভা কেন্দ্রের নির্বাচন পরিচালনা কমিটির কনভেনর ও কো-কনভেনরদের প্রশিক্ষণ দেওয়া শুরু হলো। সেইসঙ্গে উত্তরকন্যা অভিযানের দিন বদল করা হলো।

প্রসঙ্গত, আগামী বিধানসভা নির্বাচনের উত্তরবঙ্গে ঝড় তুলতে বিশেষ পদক্ষেপ নিল বিজেপি। উত্তরবঙ্গে রয়েছে মোট ৫৪ টি বিধানসভা আসন। গতকাল উত্তরবঙ্গের ৫৪টি বিধানসভা কেন্দ্রের কনভেনর ও কো-কনভেনরদের নিয়ে এক বিশেষ কর্মশালার আয়োজন করেছিল বিজেপি। এই কর্মশালায় উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) শিব প্রকাশ, বিজেপির জাতীয় সম্পাদক (রাজ্যের পর্যবেক্ষক) অরবিন্দ মেনন, বিহার বিজেপির যুগ্ম সম্পাদক রত্নাকর, রাজ্যের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, দার্জিলিংয়ের বিজেপি সংসদ সদস্য রাজু বিস্ট প্রমুখরা।

গতকাল প্রায় সারাদিন ধরেই চলল বিজেপির এই কর্মশালা। যে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, প্রতিটি বিধানসভা কেন্দ্রের দলীয় কার্যকর্তাদের নিয়ে গঠন করা হবে নির্বাচন পরিচালন কমিটি। যা আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই গঠন করার নির্দেশ দেওয়া হলো। আরও নির্দেশ দেয়া হয়েছে যে, সকলকে নিয়ে নির্বাচন পরিচালনার কাজ করতে। দলের জনসংযোগ বাড়াতে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ারও নির্দেশ দেয়া হলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, নবান্ন অভিযানের আদলে উত্তরকন্যা অভিযানের কর্মসূচি নিয়েছে বিজেপি। যা আগামী ৮ ই ডিসেম্বর করার কথা ছিল, তা একদিন এগিয়ে নিয়ে ৭ ই ডিসেম্বর করার সিদ্ধান্ত নেওয়া হলো। সূত্রের খবর বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার রাজ্য সফরের কারণে এই সিদ্ধান্ত বদল। গতকাল এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রসঙ্গত বিজেপির জনতা যুব মোর্চার উদ্যোগে গত ২৪ সে নভেম্বর প্রথম উত্তরকন্যা অভিযানের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। পরে গত ১৮ ই নভেম্বর দলের উত্তরবঙ্গ জোনের বৈঠকে এই কর্মসূচি পিছিয়ে ৮ ই ডিসেম্বরের দিন ধার্য করা হয়েছিল। এবার সেই দিন এগিয়ে এনে ৭ ই ডিসেম্বর করা হলো। এভাবে ঘনঘন পরিবর্তনের ফলে তা নিয়ে চর্চা শুরু হলো রাজনৈতিক মহলে। বেশকিছু পর্যবেক্ষক মনে করছেন যে, বিজেপি মূলত হাওয়ার উপর ভরসা করে চলছে। তাদের যুব সংগঠন অনেকটাই দুর্বল রয়েছে। এ কারণে বারবার তাদের কর্মসূচির দিনক্ষণ বদল করতে হচ্ছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!