এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > পিকের স্ট্র্যাটেজি নিয়ে পথনাটিকা শুরু করেছেন মমতা, আক্রমণ লকেটের

পিকের স্ট্র্যাটেজি নিয়ে পথনাটিকা শুরু করেছেন মমতা, আক্রমণ লকেটের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উত্তরপ্রদেশের দলিত তরুণীর নৃশংস গণধর্ষণের ঘটনায় প্রতিবাদে মুখর সমগ্র দেশ। উত্তরপ্রদেশের যোগী সরকারকে অভিযুক্তের কাঠগড়ায় তুলে তীব্র প্রতিবাদে সোচ্চার দেশের বিভিন্ন বিরোধী দল। এ বিষয়ে পিছিয়ে নেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল হাথরসের নির্যাতিতার বাড়ি পৌঁছাবার চেষ্টা করলে তার বাড়ির দেড় কিমি দূরে তাদের পথরোধ করে উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে ভূপতিত হন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। এই ঘটনা আরও বিক্ষুব্দ করে তোলে তৃণমূলকে।

উত্তরপ্রদেশের গণধর্ষণের এই নৃশংস ঘটনার প্রতিবাদ জানিয়ে গতকাল শনিবার বিকেলে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে তৃণমূল। যে মিছিলে যোগদান করে বিড়লা তারামণ্ডল থেকে গান্ধী মূর্তির পাদদেশে পর্যন্ত পদযাত্রায় শামিল হয়ে এই ঘটনার প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই প্রতিবাদ মিছিলে যোগদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে একাধিক ভাবে সমালোচনা ও কটাক্ষ করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে তিনি জানান যে, উত্তরপ্রদেশে কাউকে ধর্ষণ করা হলে, তার প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গে মিছিল বের করেন মুখ্যমন্ত্রী। কিন্তু পশ্চিমবঙ্গে যদি কেউ ধর্ষিত হন, তবে সেই নির্যাতিতার চরিত্র নিয়ে প্রশ্ন করা হয়। সে চরিত্রহীন কিনা, তার অনুসন্ধান করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি পুনরায় অভিযোগ করলেন যে, হাতরাসের গণধর্ষণের ঘটনার প্রতিবাদে কলকাতায় মিছিল বের করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর যদি সাহস থাকে, তবে কোচবিহারে, কামদুনিতে, কিংবা শিলিগুড়িতে এরকম মিছিল বের করুন। তাহলেই তিনি বুঝবেন যে, মুখ্যমন্ত্রী প্রকৃতই মহিলাদের পাশে আছেন। বিজেপি সাংসদের দাবি, রাজ্যের মহিলারা মুখ্যমন্ত্রীর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন সম্পূর্ণভাবে।

মুখ্যমন্ত্রীকে তীব্রভাবে ব্যঙ্গ ও কটাক্ষ করে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় আরো জানালেন যে, রাজ্য বা দেশের মহিলাদের ওপর কোনো অপরাধ সংঘটিত হলে তার বিরুদ্ধে প্রতিবাদ মুখ্যমন্ত্রীর কাছে একেবারেই বেমানান। মুখ্যমন্ত্রীর প্রতি তাঁর প্রশ্ন, তৃণমূল দলের সাংসদরা যদি উত্তরপ্রদেশ যেতে পারেন, তবে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে যেমন কোচবিহারে, কামদুনিতে কিংবা শিলিগুড়িতে গণধর্ষণের ঘটনা ঘটলে সেখানে কেন তাঁরা যাননা তাঁরা? তাঁর প্রশ্ন, পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে আছে ? এরপরই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাঁকে বলতে শোনা গেল, ” নির্বাচন এসে গিয়েছে উনি পিকের স্ট্র্যাটেজি নিয়ে পথনাটিকা শুরু করেছেন “।

প্রসঙ্গত গতকাল বিজেপি নেতা সায়ন্তন বসুও হাতরসের ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর এই প্রতিবাদ মিছিলে যোগদান প্রসঙ্গে একাধিক বিরূপ সমালোচনা করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন যে, এই পদযাত্রার নামে স্রেফ নাটক করছেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে তাঁর মন্তব্য, ” ভালো লাগতো যদি মুখ্যমন্ত্রী কামদুনির পরে পদযাত্রা করতেন, যদি রাজগঞ্জের ঘটনার পরে পদযাত্রা করতেন।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!