এখন পড়ছেন
হোম > জাতীয় > পিকের তত্বে ‘বাংলার গর্ব মমতা’ হলেও দেশের সেরা মুখমন্ত্রীদের তালিকা বলছে অন্য কথা, সামনে এলো বিস্ফোরক সমীক্ষা

পিকের তত্বে ‘বাংলার গর্ব মমতা’ হলেও দেশের সেরা মুখমন্ত্রীদের তালিকা বলছে অন্য কথা, সামনে এলো বিস্ফোরক সমীক্ষা


2021 এর বিধানসভা নির্বাচনের আর বেশি সময় হাতে বাকি নেই রাজ্যে। আর তার জন্যই এবার রাজ্যের প্রধান রাজনৈতিক শিবিরগুলি রাজনৈতিক ময়দানে আঁটঘাট বেধে নামতে শুরু করেছে। এর মধ্যে প্রথমেই আসে রাজ্যের বিরোধী দল বিজেপির কথা। 2019 সালের লোকসভা নির্বাচনে উল্লেখযোগ্য ফল করার পর গেরুয়া শিবির এবার 2021 এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে। অন্যদিকে 2019 এর লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শরণাপন্ন হন ভোট কৌঁশলী প্রশান্ত কিশোরের।

বর্তমানে বাংলার বুকে প্রশান্ত কিশোর এর কথা অনুযায়ী তৃণমূল দল প্রচার চালাচ্ছে ‘বাংলার গর্ব মমতা’ স্লোগানের ওপর ভিত্তি করে। এই পরিস্থিতিতে এবার প্রশ্ন উঠেছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি তৃতীয়বারের জন্য হ্যাটট্রিক করবেন পশ্চিমবঙ্গে ? নাকি এবার গেরুয়া শিবিরের হাতে রাজ্যের ভার উঠবে? এই অবস্থায় সি-ভোটার এর সমীক্ষায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি দেশজুড়ে একটি সমীক্ষা চালিয়েছে সি ভোটার সংস্থা।

আর সেখানেই সারা দেশের মধ্যে কে জনপ্রিয়তম মুখ্যমন্ত্রী এবং জনপ্রিয়তার নিরিখে সবথেকে পিছনে পড়ে আছে কোন জন তা খোলসা করা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে দেখা যাচ্ছে ‘বাংলার গর্ব মমতা’র জন্য পরিস্থিতি মোটেই সুখকর নয়। সি ভোটারের এই সমীক্ষায় প্রথম 15 জনের মধ্যেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থান পাননি। তিনি 17 নম্বর স্থানে রয়েছেন। দেখা যাচ্ছে, রাজ্যের মধ্যে মাত্র 38.52% মানুষ তাঁর কাজে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

অন্যদিকে মাঝামাঝি জায়গায় রয়েছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী কিছুটা সন্তুষ্ট করতে পেরেছেন বাংলার 36.79% মানুষকে। এবং বাংলার মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে ফেলে দিতে প্রস্তুত এই মুহূর্তে রাজ্যের 23.59% মানুষ। পশ্চিমবঙ্গের আগেই বিধানসভা নির্বাচন হতে চলেছে বিহারে। সেখানেও বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার যথেষ্ট পিছিয়ে রয়েছেন তাঁর কাজের নিরিখে। সমীক্ষা অনুযায়ী তাঁর স্থান কুড়ি নম্বরে। অন্যদিকে তামিলনাড়ুতেও 2021 এ বিধানসভা নির্বাচন হতে চলেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বর্তমান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সমীক্ষা অনুযায়ী পছন্দসই মুখ্যমন্ত্রীর তালিকায় 19 নম্বর স্থানে রয়েছেন। তবে দেশের 23 টি রাজ্যের মধ্যে তালিকায় সব থেকে নিচে রয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মোহনলাল খট্টর। বিজেপি সমর্থিত এই মুখ্যমন্ত্রীর কাজে অসন্তুষ্ট হয়ে রয়েছেন হরিয়ানার 46.82% মানুষ এবং সন্তুষ্ট হয়েছেন 25.8% মানুষ। কিছুটা সন্তুষ্টের জায়গায় রয়েছেন 26.11% মানুষ। জনপ্রিয়তম মুখ্যমন্ত্রী কে? এই সমীক্ষার তালিকার নিচের দিক থেকে দেখলে দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি শাসিত আরেক রাজ্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।

জনপ্রিয়তার নিরিখে তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী বিজেডির নবীন পট্টনায়ক। সমীক্ষায় জানা যাচ্ছে, উড়িষ্যার 72.06% মানুষ চরম সন্তুষ্টি প্রকাশ করেছেন তাঁদের মুখ্যমন্ত্রীর প্রতি।  কিছুটা সন্তুষ্ট হয়েছে ওড়িশার 19.5% মানুষ। তবে একেবারেই নবীন পট্টনায়ক এর কাজে সন্তুষ্ট হননি মাত্র 8.52% মানুষ। দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেস শাসিত ছত্রিশগড়ের ভূপেশ বাঘেল এবং তৃতীয় স্থানে রয়েছেন বাম শাসিত কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। অন্যদিকে সম্প্রতি পশ্চিমবঙ্গের তৃণমূলের স্লোগান হয়ে উঠেছে ‘বাংলার গর্ব মমতা’।

যা নিয়ে বিরোধী দল রীতিমত বিদ্রুপ করতে শুরু করেছে বিভিন্ন জায়গায়। এমনকি সাধারণ মানুষের মনেও এই স্লোগান নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার সন্ধান মিলেছে। অন্যদিকে এই সম্পর্কে বিশেষজ্ঞদের মত, একজন মুখ্যমন্ত্রী কি করে নিজের গর্ব নিজেই স্লোগান হিসেবে চালাতে পারেন?

আর এর ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে যতই নিজেকে বাংলার গর্ব বলে প্রচার করুন না কেন বাংলার মুখমন্ত্রীর মমতা ,আদতে কি সত্যিই গর্ব হয়ে উঠতে পারেন নি। যদিও এই নিয়ে এখনো মুখ খোলেনি তৃণমূল শিবির। রাজনৈতিক মহলের একাংশের অভিমত, এক্ষেত্রে প্রশান্ত কিশোর হয়তো কিছুটা হিসাবে গরমিল করে ফেলেছেন। এবার দেখার 2021 এর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত এই স্লোগান পশ্চিমবঙ্গের শাসক দলের পালে হাওয়া টানতে পারে কিনা! নাকি 2019 এ যে ট্রেলার দেখেছে রাজ্যবাসী তারই এবার পূর্ণচিত্র দেখবে ? কথা বলবে সময়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!