এখন পড়ছেন
হোম > অন্যান্য > জেনে নিই ১০ই সেপ্টেম্বরে আজকের দিনে আর কী কী ঘটেছিল সারা বিশ্ব জুড়ে

জেনে নিই ১০ই সেপ্টেম্বরে আজকের দিনে আর কী কী ঘটেছিল সারা বিশ্ব জুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ১০ই সেপ্টেম্বর । এই দিনটি প্রতিবছর ফিরে ফিরে আসে। কোনো কোনো বছরে এই দিনটি নিছকই একটি সাধারণ দিন।আবার কোনো কোনো বছরে এই দিনটি বিশেষ ভাবে দাগ রেখে গেছে ইতিহাসের ধূসর পাতায়। চলুন, এক নজরে জেনে নিই ইতিহাসের পাতা উল্টে এই দিনটির বুকে ঘটে যাওয়া কিছু অমলিন ঘটনা —

১. ১৮৪৭ সালে এই দিনে হাওয়াইতে প্রথম থিয়েটার খোলা হয়েছিল।

২. ১৯১৯ সালে আজকের দিনে চীন লীগ অফ নেশানে যোগদান করে।

 

৩. ১৯৩৯ সালে আজকের দিনে কানাডা জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

৪. ১৯৭৪ সালে আজকের দিনে আফ্রিকার গিনি স্বাধীনতা লাভ করে।

. ১৮৭২ সালে আজকের দিনে রঞ্জিত সিংজী, বিখ্যাত ক্রিকেটার, জন্মগ্রহণ করেন।

. ১৯২৩ সালে আজকের দিনে বাংলার বিখ্যাত কবি সুকুমার রায়ের জীবনাবসান হয়।

. ২০০২ সালে আজকের দিনে সুইজারল্যান্ড জাতিসংঘে যোগদান করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

. ১৭৯৭ সালে আজকের দিনে ইংল্যান্ডের বিখ্যাত ফেমিনিস্ট মেরী উলস্টোনক্রাফ্টের জীবনাবসান হয়।

৯. ১৯২৩ সালে আয়ারল্যান্ড লীগ অফ নেশনে যোগদান করে।

১০. ১৯৬৪ সালে আজকের দিনে প্যালেস্টাইন লিবারেশন পার্টি প্রতিষ্ঠিত হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!