এখন পড়ছেন
হোম > খেলা > সকলকে চমকে দিয়ে সবুজ মেরুন শিবির থেকে পুরোনো ঠিকানায় ফিরছেন খেলোয়াড়

সকলকে চমকে দিয়ে সবুজ মেরুন শিবির থেকে পুরোনো ঠিকানায় ফিরছেন খেলোয়াড়

ক্লাব পরিবর্তনের বিষয়ে আগেই ভাবনা চিন্তা পাকা করে ফেলেছিলেন তিনি কিন্তু শেষ মুহূর্তে ক্লাবের দুই শীর্ষকর্তার অনুরোধে সবুজ মেরুন শিবিরে থেকে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের মহাতারকা ঋদ্ধিমান সাহা। এবার তিনি সকলকে চমকে দিয়েই তাঁর পুরণো ঠিকানা কালীঘাট ক্লাবে ফিরছেন।

উল্লেখ্য মাত্র কয়েক মাস আগেই ঋদ্ধিমান সাহা কালীঘাট ক্লাবেরই অংশ পি সেন মেমোরিয়াল ক্রিকেট কোচিং সেন্টারের দায়িত্ব নিয়েছেন। তখনই এই ক্লাব পরিবর্তনের বিষয়ে স্থির সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। প্রায় দশ বছর হহতে চললো ঋদ্ধি কালীঘাট ক্লাব ছেড়ে মোহনবাগান শিবিরে যোগদান করেছিলেন। ঋদ্ধিমান সাহা এখন আইপিএলের গণ্ডি টপকে আন্তর্জাতিক ক্রিকেটের একজন খ্যাতনামা উইকেট রক্ষক ক্রিকেটার। ক্লাব পরিবর্তনের প্রসঙ্গে পাপালি (ঋদ্ধিমান সাহা) কোনো মন্তব্য করতে না চাইলেও মুখ খুললেন কালীঘাট ক্লাবের শীর্ষকর্তা বাবলু কোলে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন বাবলু কোলে তাঁর প্রতিক্রিয়া জানিয়ে বললেন, “২০০৮ সালে যেবার স্থানীয় ক্রিকেটে পাঁচে পাঁচ ট্রফি জিতেছিলাম, সেবছর ঋদ্ধি আমাদের ক্লাবে ছিল। পরের বারই ও মোহনবাগানে চলে যায়। ওর মতো ক্রিকেটার দলে থাকলে নিঃসন্দেহে শক্তি অনেকটাই বেড়ে যাবে। সেটা তো আর বলার অপেক্ষা রাখে না।”  ঋদ্ধিমান এখন একদমই আলাদা মেজাজে পরিবারের সাথে সময় কাটাতে এবং কিছু একান্ত ব্যক্তিগত কাজে নিজের শহর শিলিগুড়িতে রয়েছেন। প্রতিবারের মতো এবারেও সেখানে গিয়ে ছোটবেলার কোচ জয়ন্ত ভৌমিকের সাথে দেখা করেন। উপস্থিত হয়েছিলেন তাঁর ক্রিকেটের হাতে খড়ি যে অগ্রগামী ক্রিকেট কোচিং সেন্টারে সেখানেও। সম্প্রতি ম্যাঞ্চেস্টার থেকে কাঁধের চোটের অস্ত্রোপচার সারিয়ে দেশের ফেরার পরে চিকিৎসকের নির্দেশে আপাতত সকলের প্রিয় পাপালি ক্রিকেট ময়দান থেকে দূরে বিশ্রামে রয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!