এখন পড়ছেন
হোম > অন্যান্য > দলবদল করলেন শুভ? সবুজ-মেরুন থেকে গেলেন প্রতিপক্ষের ঘরে!

দলবদল করলেন শুভ? সবুজ-মেরুন থেকে গেলেন প্রতিপক্ষের ঘরে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চলতি বছর আইএসএলে ইস্টবেঙ্গলের ভাগ্য বিরূপ। কিন্তু সেখানেই বেশ ভাল অবস্থায় রয়েছে বিপক্ষ এটিকে মোহনবাগান। কিন্তু তবুও কেরালা ব্লাস্টার্সের সঙ্গে নিজেদের মিডফিল্ডারকে বদলে নিলেন হাবাস। দ্বিগুন ঋণ চুক্তির ফলাফল হিসেবে এই কাজ করছেন বলেই জানা গেছে। আর তাই একেবারে মরসুমের মাঝেই মণিপুরী মিডফিল্ডার নংদাম্বা নাওরেম ও ২০ বছরের শুভ ঘোষের মধ্যে দলের অদল-বদল ঘটল।

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি আইএসএলে এখনও পর্যন্ত শীর্ষে রয়েছে এটিকে মোহনবাগান। আট ম্যাচ খেলে পাঁচটিতে জিতে ১৭ পয়েন্ট নিয়ে তাঁরা লিগের তালিকার প্রথম স্থানে উঠে এসেছে। আন্টোনিও লোপেজ হাবাস তাই জয়কে আরো নিশ্চিত করতে উঠেপড়ে লেগেছেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সেখানে কেরালা কোচও যে সুযোগের সদ্ব্যবহার করছেন, তেমনটাও মনে করছেন তাঁরা।

জানা গেছে, ২০১৯-২০ মরসুমের আই লিগ জয়ী মোহনবাগান তাদের তরুণ মিডফিল্ডার শুভ ঘোষকে কেরালা ব্লাস্টার্সে পাঠিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, এই মরশুমে মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে শুভর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাই স্বভাবতই এই ফুটবলারের ওপর মরসুমের শুরু থেকেই নজর ছিল কেরালা ব্লাস্টার্সের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, ক্রীড়া বিশেষজ্ঞদের মতে, গত মরসুমে মোহনবাগানকে প্রশিক্ষণ দেওয়ার সময় কেরালার কোচ কোচ কিবু ভিকুনা কার্যত শুভ ঘোষকে তুলে এনেছিলেন। এরপর আই লীগের শুরুতে শুভকে মোহনবাগান নিজেদের করে নেয়। তবে এবার আবার শুভকে কেরালাতে ফিরিয়ে নিয়ে ভিকুনা নিজের ইচ্ছা পূরণ করেছেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও অন্যদিকে, শুভকে ছেড়ে সবুজ-মেরুন নাওরেমকে নিজেদের দলে নিয়েছে।

তবে সেইসঙ্গে চলতি আইএসএল মরসুমে অঙ্কিতকে মোহনবাগান বিদায় দিয়েছে বলেও জানা গেছে। বস্তুত, এই মরশুমে এটিকে মোহনবাগানের হয়ে তিনি একটি ম্যাচও খেলতে পারেননি। তাই ফুল ব্যাক অঙ্কিত মুখোপাধ্যায়কে এটিকে মোহনবাগান ছেড়ে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি টুইট করে এমন তথ্যই জানিয়েছে সবুজ-মেরুন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!