এখন পড়ছেন
হোম > জাতীয় > প্লাজমা থেরাপির কামাল, সেরে উঠলেন মন্ত্রী, এবার কি করোনায় বড়সড় জয় মিলবে? আশার আলো

প্লাজমা থেরাপির কামাল, সেরে উঠলেন মন্ত্রী, এবার কি করোনায় বড়সড় জয় মিলবে? আশার আলো


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এখনও পর্যন্ত করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক আবিষ্কার করা সম্ভব হয়নি। সাধারণ মানুষ থেকে হেভিওয়েট নেতা মন্ত্রী, সকলকেই আক্রমণ করতে শুরু করেছে এই করোনা ভাইরাস। বেশ কিছুদিন আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হন দিল্লি সরকারের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তবে শুক্রবার তিনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠায় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হল। কিন্তু হঠাৎ চটজলদি কিভাবে করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেয়ে গেলেন দিল্লি সরকারের স্বাস্থ্যমন্ত্রী?

জানা যায়, প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সত্যেন্দ্র জৈন। গত সপ্তাহে তাকে প্লাজমা থেরাপি দেওয়া হয়। আর এরপরই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে শুরু করেন তিনি। জানা যায়, প্লাজমা থেরাপিতে যে কোনো ব্যক্তি যে কোনো ভাইরাস ঘটিত রোগ থেকে সেরে উঠতে শুরু করেছেন। মূলত তার প্লাজমা সেই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির দেহে ঢুকিয়ে দেওয়া হয়। যেখানে ধরে নেওয়া হয়েছিল যে, যে ব্যাক্তি সেরে উঠেছেন, তার প্লাজমায় এই ভাইরাসকে মোকাবিলা করার মত অ্যান্টিবডি রয়েছে। আর সেই অ্যান্টিবডি আক্রান্ত ব্যক্তিকে অনেকটা সাহায্য করবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এবার দিল্লি সরকারের স্বাস্থ্যমন্ত্রীর শরীরে প্লাজমা থেরাপি প্রয়োগের পর সম্পূর্ণরূপে সুস্থ্য হয়ে উঠেছেন তিনি। যার পরেই করোনা ভাইরাস থেকে মুক্তির কারণ কি প্লাজমা থেরাপি! এখন তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো চূড়ান্ত বার্তা পাওয়া যায়নি‌। তবে প্লাজমা থেরাপির ফলে অনেকেই যে সুস্থ হয়ে উঠছেন, তা জানিয়ে দিয়েছেন দিল্লির সরকারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

এদিন তিনি বলেন, “আমার সরকার রাজধানীর 200 রোগীর উপরে প্লাজমা থেরাপি প্রয়োগ করতে অনুমতি দিয়েছে। এই থেরাপির ফলে মৃত্যুর হার কমতে পারে।” বিশেষজ্ঞরা বলছেন, যেভাবে দিল্লি সরকারের মুখ্যমন্ত্রী প্লাজমা থেরাপির সাফল্য নিয়ে দাবি করলেন এবং বাস্তবে প্লাজমা থেরাপি প্রয়োগ করার পর সুস্থ হয়ে উঠলেন দিল্লি সরকারের স্বাস্থ্যমন্ত্রী, তাতে এই বিষয়টা নিয়ে কেন্দ্রীয় সরকারের ভাবা উচিত। সত্যিই যদি প্লাজমা থেরাপির উপর নির্ভর করে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যায়, তাহলে তা কিছুটা হলেও আশার আলো দেখাবে দেশবাসীর মধ্যে। এখন এই বিষয়ে কেন্দ্রের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!