এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “পিএম কেয়ার, নোটবন্দির টাকা কোথায় গেল জবাব দাও।” কাঁথি থেকে বিজেপিকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর

“পিএম কেয়ার, নোটবন্দির টাকা কোথায় গেল জবাব দাও।” কাঁথি থেকে বিজেপিকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কাঁথি দক্ষিনে জনসভায় যোগদান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁথির সভা থেকে প্রধান প্রতিপক্ষ বিজেপি ও প্রাক্তন তৃণমূলীদের তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানালেন, তাঁরা ভেবেছিলো তাঁর পায়ে আঘাত করলে তিনি বের হতে পারবেন না। তিনি অভিযোগ করলেন, বিজেপি মুখ্যমন্ত্রীর সারা শরীরে আঘাত করেছে। শুধু পাটাই বাকি ছিল, কিন্তু তিনি এক পা নিয়েই বোল্ড আউট করে দিতে পারেন। জনগণের উদ্দেশ্যে তিনি জানালেন, গদ্দার, ডাকাত, কুলাঙ্গার, মীরজাফরদের ভোট না দিতে।

জনতার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানালেন, ঘরে ঘরে রেশন, স্বাস্থ্যসাথী পরিষেবা চাইলে তৃণমূলকে ভোট দান করতে। এরপর জনতার উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন, “মা বোনেরা, এবার খেলা হবে তো?” জনতার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানান, গদ্দারদের তিনি চিনতে পারেননি। হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে গদ্দাররা। তাঁরা টাকা দিলেও, তাঁদের ভোট না দেবার নিদান দিলেন তিনি। তিনি জানালেন যে,এরা কাউকে ৫০০ টাকা, কাউকে ১০০০ টাকা করে দেবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন করেছেন, পিএম কেয়ারস ফান্ডের টাকা, নোট বন্দির টাকা কোথায় গিয়েছে? এছাড়া বেসরকারিকরণ ইস্যুতে কেন্দ্রকে অভিযুক্ত করলেন তিনি। জানালেন কোল ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া, রেল কেন বিক্রি করে দিচ্ছে বিজেপি? জীবন বীমা কেন বিক্রি করে দিচ্ছে বিজেপি? আবার, মূল্যবৃদ্ধি ইস্যুতেও বিজেপিকে তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী জানালেন ৮৫০ টাকা খরচ করে কেন গ্যাস কিনতে হচ্ছে? সকলকেই বিনামূল্যে গ্যাস দেওয়ার দাবি জানালেন তিনি।

এরপর বিরোধীদের কটাক্ষ করে তিনি বললেন, “সিপিএম জগাই, কংগ্রেস মাধাই, বিজেপি গদাই।” মুখ্যমন্ত্রী জানালেন, বাইরের গুন্ডাদের এলাকায় ঢুকতে না দিতে। বিজেপি যেন কোনোভাবেই ইভিএম লুঠ করতে না পারে। জনগণের উদ্দেশে তিনি জানান, ভিভি প্যাট যন্ত্র ভালো করে দেখে নিতে। দলীয় কর্মীদের নির্দেশ দিলেন, ইভিএম পাহারা দিতে, ইভিএম এর দখল রোধ করতে। এমন ভাবে ব্যাটিং করতে হবে, যাতে বিজেপি আউট হয়ে যায়।

মুখ্যমন্ত্রী জানালেন, ভোটের দিন সকলকে ডেকে আনতে, যেন সকলে ভোট দেয় । তিনি জানালেন যে, সিপিএমের কিছু হার্মাদ ও তৃণমূলের কিছু গদ্দার বিজেপিতে যোগদান করেছে। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের পর্যটন শিল্প করোনা ও নোটবন্দির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!