এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রধানমন্ত্রীকে এবার “চীনের দালাল” বলে বেনজির আক্রমণ হেভিওয়েট তৃণমূল নেতার

প্রধানমন্ত্রীকে এবার “চীনের দালাল” বলে বেনজির আক্রমণ হেভিওয়েট তৃণমূল নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মাঝে বেশ কিছুটা সময় রাজনৈতিক দলগুলো তাদের কোনো কর্মসূচি করতে পারেনি করোনা ভাইরাসের কারণে। এই ভাইরাসকে আটকাতে লকডাউন করে দেওয়া হয়েছিল গোটা দেশ। যার ফলে ময়দানে নামতে না পেরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে অপরের বিরুদ্ধে সরব হন শাসক থেকে বিরোধী নেতারা। তবে বর্তমানে সেই লকডাউন পরিস্থিতি কিছুটা শিথিল হতে না হতেই ময়দানে নেমে পড়েছে বাংলার প্রতিটা রাজনৈতিক দল।

আগামী 2021 এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিভিন্ন ইস্যু নিয়ে রাজনৈতিক ময়দান কাপাতে দেখা যাচ্ছে তাদের। একদিকে করোনাভাইরাস এবং অন্যদিকে ভারত-চীন সংঘর্ষ বিভিন্ন ইস্যুতে বর্তমানে ভারতবর্ষের অবস্থা খুব একটা ভালো জায়গায় নেই। ইতিমধ্যেই করোনা ভাইরাস বৃদ্ধির কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই দায়ী করেছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আর এবার চীন-ভারত সংঘর্ষের ঘটনায় সেই প্রধানমন্ত্রীকেই কাঠগড়ায় দাঁড় করালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্ট।

সূত্রের খবর, এদিন পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের কাতরায় কৃষিমান্ডিতে তৃণমূল কংগ্রেসের ব্লকভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। আর সেখানেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা যায় অনুব্রতবাবুকে। তিনি বলেন, “নরেন্দ্র মোদী অপদার্থ প্রধানমন্ত্রী। তাই এই ঘটনা ঘটেছে। উনি 20 বার চীনে গিয়েছেন দালালি করতে। এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী কোনো অ্যাকশন নিতে পারেননি। শুধু বললেন, সেনাদের ওপর ছেড়ে দিয়েছি। একটা যুদ্ধ করতে গেলে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সই লাগে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর স্বয়ং প্রধানমন্ত্রীকে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল চীনের দালাল বলে অভিহিত করায় এখন রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। যেখানে ভারত অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছে, সেখানে কিভাবে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করলেন তৃণমূলের এই হেভিওয়েট নেতা, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বিভিন্ন মহলে।

অনেকে বলছেন, এই সময় প্রধানমন্ত্রী চাইছেন, সর্বদলীয় বৈঠক করে গোটা পরিস্থিতির মোকাবিলা করতে। কিন্তু তখনও যেভাবে তৃণমূলের নেতারা প্রধানমন্ত্রীর বিরোধিতা করে তাকে কটূক্তি করেছেন, তা সত্যিই দুর্ভাগ্যজনক। এদিনের সভা থেকে ভোটের রণকৌশল পরিবর্তন নিয়েও মুখ খুলেছেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, “খোলা সভায় যেসব কথা হয়, সেগুলো এবার হবে না। তাই কৌশল পাল্টাব। খুব ভয়ঙ্কর কৌশল পাল্টাব। চোখে দেখতে পারবেন না, বুঝতে পারবেন না। ঘটনা ঘটে যাবে।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ভোটের ময়দানে বরাবরই খবরের শিরোনামে থাকেন অনুব্রত মণ্ডল। কখনও গুড় বাতাসা, আবার কখনও চড়াম চড়াম ঢাকের কথা বলে নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা গেছে তাকে। আর এবার যেভাবে আসন্ন নির্বাচনের আগে ভোট কৌশল পরিবর্তন করার কথা বললেন অনুব্রত মণ্ডল, তাতে তার নতুন কৌশলে কি চমক থাকে, তার দিকে অবশ্যই নজর থাকবে রাজনৈতিক মহলের। তবে রাজনৈতিক সভায় বক্তব্য রাখতে গিয়ে যেভাবে প্রধানমন্ত্রীকে “চীনের দালাল” বলে কটাক্ষ করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি, তাকে খুব একটা ভালো চোখে দেখছে না রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!