এখন পড়ছেন
হোম > জাতীয় > আসছে লোকসভা নির্বাচন – ‘অচ্ছে দিন’ প্রমাণে মরিয়া প্রধানমন্ত্রী – তীব্র কটাক্ষ বিরোধীদের

আসছে লোকসভা নির্বাচন – ‘অচ্ছে দিন’ প্রমাণে মরিয়া প্রধানমন্ত্রী – তীব্র কটাক্ষ বিরোধীদের

২০১৯ এর গোড়ার দিকেই লোকসভা ভোট হওয়ার প্রবল সম্ভাবনা। কাজেই হাতে গোনা মাত্র কয়েক মাস বাকি আর দেশের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের লড়াইয়ের। এমতাবস্থায় কেন্দ্রের রাশ নিজের হাতে ধরে রাখতে মরিয়া বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নানান উপায় খুঁজছেন দেশের আমজনতার মন জিততে বলে অভিযোগ তুলতে শুরু করে দিলেন বিরোধীরা।

বিগত কয়েকমাস ধরেই প্রধানমন্ত্রী কৃষকদের দাবীদাওয়া মেটানো বা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করেছেন। কিন্তু এগুলি সবই ‘নির্বাচনী স্টান্ট’ বলে কটাক্ষ করা শুরু করেছেন বিরোধীরা আর তার সাথেই তাঁর জনসভাগুলিকে নির্বাচনী প্রচার বলে অভিযোগ তো আছেই। প্রসঙ্গত, কিছুদিন আগেই দেশের কৃষক সংগঠনের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন প্রধানমন্ত্রী, শুনেছেন তাঁদের সমস্যার কথা।

তার সাথেই তিনি আশ্বাস দিয়েছেন, তিনি ক্ষমতায় থাকলেই ২০২২-এর মধ্যে কৃষকদের আয় দ্বিগুন করা হবে। এদিন আবার প্রধানমন্ত্রী দাবী করেন, সামাজিক সুরক্ষা নিশ্চয়তা প্রকল্পের মাধ্যমে বিজেপি সরকারের ৪ বছরের ক্ষমতায় প্রায় ১০ গুনেরও বেশি মানুষ অর্থাৎ প্রায় ৫০ কোটি মানুষ উপকৃত হয়েছেন। আর এর পরিপ্রেক্ষিতে বিরোধীরা বলতে শুরু করেছেন নরেন্দ্র মোদী আসলে বিজেপির ভাবমূর্তিকে স্বচ্ছভাবে ভারতীয় জনগনের সামনে তুলে ধরতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্যের সামাজিক সুরক্ষা নিশ্চয়তা প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে বেশ অনেকক্ষণ কথা বলেন। আর তারপরেই ২০১৪ সালে যে ‘আচ্ছে দিনের’ কথা বলে তিনি ক্ষমতায় এসেছিলেন – তা তুলে ধরেন আমজনতার কাছে। তিনি বলেন, কেন্দ্রীয় বিজেপি সরকার আমজনতার পাশে সবসময়ই রয়েছে। আজকের ভারতে বহু মহিলারা ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছেন, যাঁরা আগে ব্যাঙ্কই চিনতেন না, আর এই পরিবর্তন তাঁকে রীতিমত সন্তুষ্ট করেছে।

এছাড়া প্রধানমন্ত্রী আরো জানান যে, জনধন যোজনা প্রকল্পের মাধ্যমে দেশের প্রায় ২৮ কোটি গ্রাহক বিনামূল্যে অ্যাকাউন্ট খুলতে সক্ষম হয়েছেন। এর পাশাপাশি আরো বলেন যে, কেন্দ্রীয় সরকার বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমেও আমজনতার বর্তমান এবং ভবিষ্যত সুরক্ষিত করেছেন। এই প্রসঙ্গেই তিনি তুলে ধরেন – জ্যোতি বিমা যোজনার মতো বিভিন্ন জনমুখী প্রকল্পের নাম, যার মাধ্যমে উপকৃত হয়েছেন দেশের অগুন্তি সাধারণ মানুষ। তিনি আরও জানান, অটল পেনশন যোজনার মাধ্যমে খাতা খুলেছেন প্রায় এক কোটি গ্রাহক, যার মাধ্যমে ৬০ বছরের বেশি বয়স্ক প্রায় তিন লক্ষ মানুষ উপকার পাচ্ছেন।

তবে প্রধানমন্ত্রী দেশের আমজনতার ভবিষ্যত উজ্জ্বল করার প্রতিশ্রুতি দিলেও বা ‘অচ্ছে দিন’-এর খতিয়ান তুলে ধরলেও, বিরোধীদের বাক্যবাণ থেকে নিস্তার মিলছে না কিছুতেই। তাঁদের দাবী, ২০১৪ সালে ক্ষমতায় আসার জন্যে নাকি বিজেপি তথা নরেন্দ্র মোদীকে এরকম ভুরিভুরি মিথ্যা প্রতিশ্রুতি নাকি দিতে হয়েছিল! আর ২০১৯-এ দেশের আমজনতার কাছে আবার যখন ভোট চাইতে যাবেন তখন ‘আচ্ছে দিনের’ হিসেবে মেলাতে পারবেন না। আর তাই আগের সরকারের প্রকল্পগুলোই নতুন প্রকল্প বলে চালিয়ে নতুন করে ‘আচ্ছে দিনের’ স্বপ্ন ফেরি করছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!