এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘স্বৈরাচারী, অযোগ্য, দাম্ভিক’-এর মত গুরুতর অভিযোগ তুলল কংগ্রেস

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘স্বৈরাচারী, অযোগ্য, দাম্ভিক’-এর মত গুরুতর অভিযোগ তুলল কংগ্রেস

মঙ্গলবার আয়োজিত হলো কংগ্রেসের সংসদীয় দলের বৈঠক। আর এই বৈঠকেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।প্রধানমন্ত্রীকে স্বৈরাচারী, অযোগ্য, দাম্ভিক বলে অ্যাখ্যায়িত করলেন হাত শিবিরের এই শীর্ষ নেতা। কংগ্রেস দলের এদিনের বৈঠকে আলোচনার মূল বিষয়বস্তু ছিলো দেশের বর্তমান অর্থনীতি, বেকারত্ব, নারী নিরাপত্তা এবং গণপিটুনি প্রভৃতি।

এদিন প্রধানমন্ত্রীর বলা কথাকে উদ্ধৃত করেই কংগ্রেস সভাপতি বললেন, ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার পরেই মন্তব্য করেছিলেন ভারত একটি মন্থর গতির যাত্রীবাহি ট্রেন। স্বাধীনতার পর থেকে পরবর্তী ৭০ বছর এই একইভাবে সেই ট্রেন চলছে। তবে তাঁর নেতৃত্ব এবং সুযোগ্য শাসনে এবার মসৃণ ও উজ্জ্বল ম্যাজিকাল ট্রেনে চলবে অচ্ছে দিনের লক্ষ্যে। কিন্তু প্রধানমন্ত্রীর সেই আপ্ত বাক্যকে ভুল প্রমান করে কংগ্রেস সভাপতি বিদ্রুপ করেই বললেন, বিগত চার বছরে প্রধানমন্ত্রীর শাসনকালে তাঁর প্রতিশ্রুতি মতন ভারতবাসী একটিও উন্নয়নশীল উজ্জ্বল ম্যাজিক ট্রেন দেখতে পাচ্ছেনা। পরিবর্তে একটি অত্যন্ত দুঃখের সাথে ভারতেবাসী এমন একটি ট্রেন দেখতে পাচ্ছে যা ক্রমশ ধ্বংসের দিকে ধাবমান। আর সেই ট্রেন চালনা করছেন স্বৈরাচারী, অযোগ্য, দাম্ভিক একজন চালক। যিনি যাত্রীদের বিষয়ে বিন্দুমাত্র সচেতন নন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

শুধু তাই নয় রাহুল গান্ধী এদিন প্রধানমন্ত্রীর শাসনের অত্যন্ত খোলামেলা সমালোচনা এবং অভিযোগ করে বললেন, নরেন্দ্র মোদীর শাসনকালে ভারতে সর্বক্ষেত্রেই অত্যন্ত সঙ্কটজনক পরিস্থিতি তৈরী হয়েছে। এর কারণ হিসেবে কংগ্রেস সভাপতি দুর্নীতি, চূড়ান্ত অর্থনৈতিক ব্যর্থতা, অযোগ্যতা এবং সামাজিক বিভাজনকেই দায়ী করলেন। তাই রাহুল গান্ধীর মতে দেশবাসী এখন কংগ্রেস সহতার সহযোগী দলগুলির দিকে অগাধ আস্থা নিয়ে তাকিয়ে রয়েছে। যাতে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং অন্যান্য অবিজেপিপ দলগুলির জোট শক্তি বিজেপি সরকারকে পরাজিত করে দেশের শাসন ভার গ্রহণ করতে সক্ষম হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!