প্রধানমন্ত্রীর সৌজন্যে বাংলার আদিবাসীদের হাতের কাজ পৌঁছে যাবে দেশ-বিদেশিদের অতিথিদের কাছে জাতীয় রাজ্য August 14, 2018 স্বাধীনতা দিবসের দিন লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ভাষণ দেবেন তখন দেশ-বিদেশের অতিথিদের ঠাণ্ডা বাতাসের আনন্দ দেবে পশ্চিমবঙ্গ। এদিনে দেশ-বিদেশের অতিথিদের হাতে তুলে দেওয়া হবে পশ্চিম বাংলার ঐতিহ্যবাহী বাঁশ ও তালপাতায় তৈরী হাতপাখা। প্রসঙ্গত প্রতিরক্ষা মন্ত্রক আয়োজিত লালকেল্লার ওই অনুষ্ঠানের জন্য কয়েক হাজার হাতপাখা চাওয়া হয়েছে আদিবাসী মন্ত্রকের কাছ থেকে। এর জন্যে আদিবাসী শিল্পীরা পাখা পিছু ১৫০ টাকা পাবেন। উল্লেখ্য পশ্চিমবঙ্গের মাহালি উপজাতিরাই সাধারণত এই হাত পাখা তৈরীর বরাত পেয়ে থাকেন। এই পাখার দু’দিকেই থাকছে উজ্জ্বল বৈচিত্র। সেই রঙের ছোঁয়ায় ফুটে উঠেছে আদিবাসী সম্প্রদায়ের প্রাত্যহিক জীবনের চিত্র। তার ওপরে থাকছে অতিথিদের জন্যে লেখা বিশেষ বার্তা। চলতি বছর মে মাসে দিল্লীর ইন্দিরা গান্ধী জাতীয় কলাকেন্দ্রে শিল্পী যতীন দাসের হাতপাখা প্রদর্শনী রাজধানীতে ব্যাপক সমাদৃত হয়েছিলো। জানা যাচ্ছে কেন্দ্রীয় প্রশাসনের নজর তখন থেকেই আটকে যায় ঐ পাখায়। এবং তখনই স্থির হয় স্বাধীনতা দিবসে লালকেল্লায় হাতপাখার হাওয়া ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা। এই প্রসঙ্গে ‘ট্রাইবাল কো-অপারেটিভ মার্কেটিং ডেভলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া’র ম্যানেজিং ডিরেক্টর প্রবীর কৃষ্ণ তাঁর প্রতিক্রিয়া জানিয়ে বললেন, এই উদ্যোগ মূলত উপজাতি সম্প্রদায়ের শিল্পকলাকে বিশ্বের দরবারে ছড়িয়ে দেওয়া এবং তাদের আর্থিক উন্নতির প্রয়াসঅকে বাহবা দেওয়ার জন্যেই নেওয়া হয়েছে। অবশ্য ভারতীয় কারুশিল্প প্রশিক্ষণ কেন্দ্র দস্তকারি হাট সমিতির প্রধান জয়া জেটলির গলায় পাওয়া গেলো অন্য সুর। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে ——————————————————————————————- এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে। তিনি বললেন, প্রতি বছরই ১৫ আগস্ট লালকেল্লায় গরমে নাজেহাল হন অতিথিরা। অনেকেই ম্যাগাজিন বা খবরের কাগজ দিয়ে হাওয়া করেন। সেই সমস্যা থেকে মুক্তি দিতেই এই অভিনব পরিকল্পনা। এছাড়াও আদিবাসীদের কারু শিল্পের উন্নয়নে এই নকশাদার হাতপাখা tribesindia.com, অ্যামাজন-সহ দেশের ৯৭টি আউটলেট এবং ই-পোর্টাল থেকে বিক্রির বন্দোবস্ত করা হয়েছে। এছাড়াও আদিবাসী উন্নয়নে রাখি বন্ধন উৎসবের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার এবার মধ্যপ্রদেশের শারিয়া উপজাতিদের তৈরি ভেষজ রাখি বিক্রিরও ব্যবস্থা করছে। আপনার মতামত জানান -