এখন পড়ছেন
হোম > জাতীয় > আবার নিম্ন-মধ্যবিত্তদের জন্য প্রধানমন্ত্রী ‘জাদু-কি-ঝাপ্পি’ বেরিয়ে এল

আবার নিম্ন-মধ্যবিত্তদের জন্য প্রধানমন্ত্রী ‘জাদু-কি-ঝাপ্পি’ বেরিয়ে এল

দেশবাসীর জন্যে সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা যাচ্ছে  প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্ভূক্ত বাড়ির মাপ বৃদ্ধি পেয়েছে। পূর্বেকার মাপের তুলনায় এবারে ৩৩%  বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে। চলতি সপ্তাহে আবাসন মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী জানা যাচ্ছে বার্ষিক আয় ১২ লক্ষ থেকে ১৮ লক্ষ টাকা হলে, ২০০ বর্গ মিটারের ফ্ল্যাট কেনার জন্য গৃহঋণের সুদে ২.৩ লক্ষ টাকা পর্যন্ত ভরতুকী দেওয়া হবে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উল্লেখ্য এত দিন এই প্রকল্পে এমআইজি টু (মিডল ইনকাম গ্রুপ টু) ক্রেতাদের ফ্ল্যাটের মাপের ঊর্ধ্বসীমা ছিল ১৫০ বর্গ মিটার। এমআইজি ১ (মিডল ইনকাম গ্রুপ ওয়ান) ক্রেতাদের ক্ষেত্রে এই ঊর্ধ্বসীমা ছিল ১২০ বর্গ মিটার। আবাসন মন্ত্রকের এই ঘোষণার পরে এই পরিমাপ বৃদ্ধি পেয়ে হলো  ১৬০ বর্গ মিটার। প্রসঙ্গত জুন মাসেই রিজার্ভ ব্যাঙ্ক গৃহঋণের ঊর্ধ্বসীমা মেট্রো শহরে ২৮ লক্ষ থেকে বাড়িয়ে ৩৫ লক্ষ টাকা এবং অন্য জায়গায় ২০ লক্ষ থেকে বাড়িয়ে ২৫ লক্ষ টাকা করেছে। কেন্দ্রের এই ঘোষণার ফলে স্বভাবতই আবাসন শিল্পে বিপুল অর্থে বিনিয়োগের সম্ভবনা প্রশস্ত হলো।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!