এখন পড়ছেন
হোম > জাতীয় > মতুয়া গড়ে প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে বড়সড় চ্যালেঞ্জ ছুঁড়লেন রাজ্যের মন্ত্রী

মতুয়া গড়ে প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে বড়সড় চ্যালেঞ্জ ছুঁড়লেন রাজ্যের মন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বনগাঁয় সভা করা নিয়ে চাপানউতোর চলছে রাজ্যরাজনৈতিকমহলে। মতুয়া ভোটব্যাঙ্ক দখলে রাখতেই ঠিক লোকসভা ভোটের মুখে বনগাঁয় সভা করতে আসছেন প্রধানমন্ত্রী,এমনটাই দাবী বিরোধীদের। উত্তর ২৪ পরগনার বাংলাদেশ সীমান্তের এলাকায় শুধু সভাই করবেন না মোদী,এমনকিঠাকুরনগরে গিয়ে বড়মা বীণাপানি দেবীর সঙ্গে দেখা করে আশীর্বাদও নিয়ে আসবেন তিনি,এমনটাই খবর পাওয়া গিয়েছে বিজেপি সূত্রে।

সম্প্রতি প্রধানমন্ত্রীর ঠাকুরনগরে আসার কথা জানিয়েছিলেন মতুয়া সমাজের প্রধান বীণাপানি দেবীর নাতি শান্তনু ঠাকুর। এ কথা শোনার পর তৃণমূলের উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক কটাক্ষ করে বলেছেন,’বড়মা দেখাই করবেন না নরেন্দ্র মোদীর সঙ্গে।’

একই প্রসঙ্গে পাল্টা দাবীতে বিজেপি জানিয়েছে,বনগাঁয় প্রধানমন্ত্রীর সভা থাকলেও ঠাকুরনগরে বিজেপির কোনো দলীয় কর্মসূচি নেই। সেখানে নিখিল ভারত মতুয়া মহাসংঘের অনুষ্ঠানের আমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তাই এই সূত্রেই বড়মার সঙ্গে দেখা করে আশীর্বাদও নিয়ে আসবেন তিনি,এমনটাই শোনা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত পরিকল্পনা অনুযায়ী সেটা আদৌ হয় কিনা,এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আসলে বীণাপানি দেবীকে সকলে মেনে চললেই মতুয়া সংগঠনে ফাটল ধরেছে বহুদিন আগেই। মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের নেতৃত্ব একদিকে তৈরি হয়েছে বিজেপি গোষ্ঠী,অন্যদিকে মমতাবালা ঠাকুরের নেতৃত্বে জড়ো হয়েছে তৃণমূলের সমর্থকরা। এই দুই পরিবারই নিজেদের মতুয়া সংগঠনের প্রধান বলে দাবী করছে।

আগে এই মতুয়া ভোটের গোটাটাই পেতে বামেরা। প্রায় ৩৪ বছর ধরে মতুয়া ভোটব্যাঙ্কের সুবিধা ভোগ করেছেন বামফ্রন্ট। তবে বাম জামানার শেষেদিকে মতুয়াদের নিজের দিকে টানতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যের ক্ষমতায় আসার পর ও বেশ কয়েকবছর বড়মার আশীর্বাদ পেয়ে এসেছেন তৃণমূল নেত্রী। মতুয়া ভোটব্যাঙ্ক যে তৃণমূলের ক্ষমতায় আসার অন্যতম কারণ এটা বললে অযৌক্তিক কিছু হবে না।

সেটা বুঝেই মতুয়া ভোটব্যাঙ্কে থাবা বসাতে সংগঠনে ফাটল ধরাতে শুরু করে বিজেপি। সাম্প্রতিক কালে সেই বিভাজন আরো চওড়া হয়েছে। এখন মতুয়া ভোটব্যাঙ্কের গোটা সুবিধাটা নিজেদের দিকে আনার মরিয়া প্রয়াস করছে বিজেপি। আর সেজন্যে লোকসভা ভোটের আগে রাজনৈতিক ফায়দা লুটতে ঠাকুরনগরে বড়মার সঙ্গে দেখা করতে যাবেন প্রধানমন্ত্রী,এমনটাই শেষ বিরোধীদের। এই প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির থেকে বাঁচিয়ে মতুয়া ভোটব্যাঙ্ক দখলে রাখতে পারে কিনা সেটাই দেখার!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!