এখন পড়ছেন
হোম > জাতীয় > বিরোধীদের ‘চুপ করিয়ে দিতে’ এবার এই দেশবাসীকে জন্য বড়সড় পদক্ষেপের পথে প্রধানমন্ত্রী – জল্পনা চরমে

বিরোধীদের ‘চুপ করিয়ে দিতে’ এবার এই দেশবাসীকে জন্য বড়সড় পদক্ষেপের পথে প্রধানমন্ত্রী – জল্পনা চরমে


লোকসভা ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে দেশের কৃষকদের মুখে হাসি ফোটাতে বড়সড় পরিকল্পনা মোদী সরকারের। এবার কৃষিঋণ নিয়ে বড় চমক দিতে চলেছে কেন্দ্র। বিনা সুদেই কৃষকদের জন্য ঋণ দেওয়ার ভাবনা চিন্তা রয়েছে বিজেপি সরকারের। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রের দাবী,২০১৯’র লোকসভা ভোটের আগে ফেব্রুয়ারি মাসে যে অন্তবর্তী বাজেট পেশ হবে সেখানেই এই ঐতিহাসিক ঘোষণাটি করবে বিজেপি সরকার।

এছাড়া নানাবিধ প্রকল্পের মধ্যে রয়েছে কর ছাড়,বীমা স্বাস্থ্য সহ কৃষি ঋণে বিপুল ছাড়ে মতো বড়সড় প্রকল্প। এরমধ্যেই সবথকে গুরুত্বপূর্ণ হল বিনা সুদে কৃষকদের ঋণ দেওয়ার প্রকল্পটি। এই ঋণের টাকা সরাসরিই ঢুকে যাবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। পাশাপাশি এর জন্যে কোনো সুদ দেওয়ার প্রয়োজন নেই কৃষকদের। তবে কী কী উপায় এবং কোন শর্তে এই ঋণ দেওয়া হবে তা এখনো চূড়ান্ত করে কিছু জানায়নি রয়টার্স সংবাদ সংস্থা।

মূলত কৃষিকাজই ভারতবর্ষের অর্থনীতির মূল স্থম্ভ। দেশের মোট শ্রমশক্তির প্রায় ৬০ শতাংশ মানুষই এই পেশার সঙ্গে যুক্ত। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন দাঁড়িয়ে আছে এই কৃষিকাজের উপর। কাজেই এই কৃষকদের সমস্যা সমাধান কেন্দ্রীয় সরকারের অন্যতম প্রধান কাজ,এতে কোনো সন্দেহ নেই। দেশের এই কৃষকসমাজকেও আচ্ছেদিনের স্বপ্ন দেখিয়ে কেন্দ্রের ক্ষমতায় এসেছিলেন মোদী। অথচ তাঁর আমলেই কৃষকরা সবথেকে বঞ্চিত এবং অসন্তুষ্ট। এমন দাবী জানিয়ে বিরোধীরা বহুবার দফায় দফায় বিজেপি সরকারকে আক্রমণ শানিয়েছে।

তাই এবার লোকসভা ভোটের আগে কৃষকদের স্বার্থরক্ষাকেই রাজনৈতিক হাতিয়ার করতে চলেছেন মোদী। কৃষকদের ঋণ মকুব করার একটা অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে। এই কৃষি ঋণ মকুবের প্রতিশ্রুতি দিয়েই সম্প্রতি গোবলয়ের তিনটি রাজ্যে বিজেপিকে হারিয়ে ক্ষমতায় এল কংগ্রেস। আর রাহুল গান্ধীর যেমন কথা তেমন কাজ। ক্ষমতায় আসার পর প্রথমেই তিনটি রাজ্যের কৃষি ঋণ মুকুবের ঘোষণা করেন কংগ্রেসের হাইকমান্ডার। এর জেরে লোকসভা ভোটের আগে কৃষকদের মনে আরো বেশি করে জায়গা করে নিলেন রাহুল,তাতে সন্দেহ নেই কোনো।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কংগ্রেসের সেই জয়ের কৌশলকেই কাজে লাগাতে চাইছেন মোদী,এমটাই ধারণা অভিজ্ঞমহলের। তাই লোকসভা ভোটের ঠিক আগেই দেশের বিক্ষুব্ধ কৃষিসমাজকে শান্ত করতে কৃষিঋণ নিয়ে বড়সড় ঘোষণা করতে চলেছেন তিনি। তবে কংগ্রেসের থেকে আরো একধাপ এগিয়ে শুধু কৃষি ঋণ মকুব নয়,সরাসরি বিনা সুদে ঋণ দেওয়ার পরিকল্পনা করে ফেললেন প্রধানমন্ত্রী।

তবে এই ধরণের একগুচ্ছ প্রকল্প বাস্তবায়নের জন্যে প্রচুর টাকা দরকার স্বাভাবিকভাবেই। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে,এই প্রকল্পগুলির জন্যে এক লক্ষ কোটি টাকা খরচ করতে চলেছে মোদী। আগামী মাসের বাজেটেই এই সংক্রান্ত ঘোষণা করার কথা রয়েছে কেন্দ্রের। এ বিষয়ে অর্থ মন্ত্রকের মুখপাত্রকে মেইল মারফত প্রশ্ন করা হলেও কোনো জবাব এখনো আসেনি বলেই জানিয়েছেন রয়টার্স। বাজেট ঘাটতি ভারতের অর্থনীতির অন্য এক বড় সমস্যা।

সেই সমস্যা থেকে রেহাই পেতেই বাজেটে কাট-ছাট করা হয়। এই ধরণের প্রকল্প যে সেই সমস্যাকে শুধু বাড়াবে শুধু তাই নয়,পাশাপাশি এই বিপুল অর্থব্যয়ে অর্থনীতির স্বাভাবিক ছন্দপতন হবে বলেই আশঙ্কা অভিজ্ঞমহলের। এখন বিরোধীদের যোগ্য জবাব দিতে মোদী দেশের অর্থনৈতিক সমস্যাকে আরো চাঙ্গা করে দেন কিনা তা নিয়ে তীব্র চর্চা শুরু হয়েছে রাজনৈতিকমহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!