এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হঠাৎ করে অতি তৎপরতা, ভোট এগোনো নিয়ে জল্পনা বাড়ল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হঠাৎ করে অতি তৎপরতা, ভোট এগোনো নিয়ে জল্পনা বাড়ল


সকালটা দেখলেই বোঝা যায় যে সারা দিনটা ঠিক কেমন যাবে। তেমনি নেতাদের কল্পতরু হতে দেখলেই বোঝা যায় যে ভোট চলে এসেছে। আর সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীল একের পর এক কর্মসূচীকে ঘিরে অনেকেই সেই ভোট এগিয়ে আসার জল্পনাতেই সিলমোহর দিচ্ছে। সূত্রের খবর, আগামী 18 ই জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হতে চলেছে। আর তার ঠিক আগে শনিবার রাজস্থানে একসাথে 13 প্রকল্প উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। শুধু এখানেই শেষ নয়। আজই নয়ডায় দেশের বৃহত্তম মোবাইল উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করেছেন তিনি। আর আগামী সপ্তাহ থেকে দেশের বিভিন্ন রাজ্যে রয়েছে তাঁর টানা কর্মসূচী। জানা গেছে, আগামী সপ্তাহে বারানসীতে 30 টি প্রকল্প ঘোষনার পাশাপাশি সেই বারানসীতেই
মেগা উদ্বোধন হবে ক্যান্সার হাসপাতালের।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আজমগঢ় পূর্বাঞ্চলে এক্সপ্রেসওয়ে উদ্বোধন, মীর্জাপুরে চারটি প্রকল্পের শিলান্যাস এবং 16 ই জুলাই পশ্চিমবঙ্গের মেদিনীপুরে কৃষকদের নিয়ে একটি সমাবেশ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আর এত উদ্বোধন আর শিলান্যাস আর রাজ্য সফর দেখেই অনেকে ভোট এগিয়ে আসার কথা ভাবছেন অনেকে। সূত্রের খবর,চলতি মাসের 31 তারিখের মধ্যেই প্রত্যেক রাজনৈতিক দলকে আইন কমিশন লোকসভা ও বিধানসভা ভোট একই সাথে করা নিয়ে নিজেদের মতামত জানাতে বলেছে। জানা গেছে, প্রস্তাবের পক্ষে রয়েছেন সমাজবাদী পার্টি, শিরোমনি আকালি দল, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি ও এআইডিএমকে। অন্যদিকে একই সাথে লোকসভা ও বিধানসভা ভোটের বিপক্ষে নিজেদের মতামত জানিয়ে দিয়েছে তৃনমূল, ডিএমকে, তেলেগু দেশম জনতা দল(সেকুলার), আম আদমি পার্টি। অন্যদিকে এখনও এই ব্যাপারে কোনোও মতামত জানান বিজু জনতা দল, কংগ্রেস, বিএসপি ও নীতিশ কুমারের দল। আর এরই মধ্যে অক্টোবরে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগঢ়ের ভোট ঘোষনা হলে কি এইসব রাজ্যের বিধানসভা আর 2019 র লোকসভা একই সাথে হবে। আর তাই কি প্রধানমন্ত্রী কল্পতরু হওয়া শুরু করেছেন? জোর জল্পনা রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!