এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মোদীর প্রশাসনিক বৈঠকে স্বামীকে নিয়ে ঢুকতে বাধা, মুখ খুললেন নুসরত

মোদীর প্রশাসনিক বৈঠকে স্বামীকে নিয়ে ঢুকতে বাধা, মুখ খুললেন নুসরত


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক বৈঠকে স্বামী নিখিল জৈনকে নিয়ে ঢুকতে পারেননি স্থানীয় সাংসদ নুসরত জাহান। ক্ষুব্ধ হয়ে সেখান থেকে চলে যান তিনি। এই ঘটনায় প্রতিক্রিয়া দিলেন নুসরত জাহান।করোনা আতঙ্কের মাঝেই বাংলায় তীব্র আঘাত হেনেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফান। যার দাপটে পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলী, পূর্ব বর্ধমান সহ বাংলার বিস্তীর্ন অঞ্চল ক্ষতিগ্রস্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন লক্ষ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলায় এসে পরিস্থিতি দেখার জন্য আহ্বান জানান। প্রধানমন্ত্রীও মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে গতকাল বাংলায় আসেন।

এরপর প্রায় এক ঘন্টা ধরে তিনি মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে দুই ২৪ পরগনার ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা ঘুড়ে দেখেন। এরপর বসিরহাট কলেজে তিনি এক প্রশাসনিক বৈঠকে বসেন। যেখানে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ও দুই কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী হাজির ছিলেন। আর নিজের কেন্দ্রে প্রধানমন্ত্রী এসেছেন শুনে বসিরহাট কলেজে পৌঁছে যান স্থানীয় তৃণমূল সাংসদ নূসরত জাহান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে তিনি একা নন, তাঁর সঙ্গে সেখানে পৌঁছান তাঁর স্বামী নিখিল জৈন ও ২ আপ্ত সহায়ক। কিন্তু বসিরহাট কলেজের গেটেই আটকে দেওয়া হয় তাঁদের। এরপর তিনি নিজের সাংসদ পরিচয় দেওয়ায়, তাঁকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু, তাঁর স্বামী বা আপ্ত সহায়কদের সেই অনুমতি মেলে নি। আর তাতেই তীব্র ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের এই সেলিব্রিটি সাংসদ।

প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ত্বে থাকা স্পেশ্যাল প্রোটেকশন গ্রূপের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা জানিয়ে দেন, ভেতরে কোনো রাজনৈতিক অনুষ্ঠান হচ্ছে না। হচ্ছে প্রশাসনিক বৈঠক – আর তাই জনপ্রতিনিধি হিসাবে নূসরতদেবী ভেতরে যেতে পারেন। কিন্তু, কোনোমতেই তাঁর আত্মীয় বা আপ্ত সহায়কদের সেই অনুমতি দেওয়া যাবে না। আর এরপরেই বচসায় জড়িয়ে পড়েন অভিনেত্রী। কিন্তু, তাতেও বরফ গলে নি। স্থানীয় সূত্রের খবর, এরপরেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না করে ‘অভিমান’ করেই সেখান থেকে বেরিয়ে যান তৃণমূলের এই সেলিব্রিটি সাংসদ। এবার এই ঘটনায় প্রতিক্রিয়া দিলেন নুসরত জাহান।

তবে সরাসরি সংবাদ মাধ্যমকে এব্যাপারে কিছু বলেননি তিনি। ঘটনাটি নিয়ে জানতে চাওয়া হলে নুসরত বলেন, ‘ আমি এখন বসিরহাটে আমপান ক্ষতিগ্রস্ত মানুষের কাছে এসছি। আমি বিভিন্ন জায়গার শেল্টার হোমে গিয়ে মানুষের সঙ্গে দেখা করছি। প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর প্রশাসনিক মিটিং ছিল বসিরহাট কলেজে। ওঁদের মন্ত্রীদের সঙ্গে। আমি আমার পার্টির সহকর্মীদের সঙ্গে ওখানে ছিলাম।আমি পরের সপ্তাহে সন্দেশখালি আর হিংগলগঞ্জের অঞ্চলে যাব। প্রচুর ক্ষয় ক্ষতি হয়েছে। আমি বসিরহাটের মানুষের সঙ্গে সব সময় আছি।’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!