এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা আবহেই নতুন পালক নরেন্দ্র মোদীর মুকুটে! আবেগে ভাসছে পুরো গেরুয়া শিবির! জানুন বিস্তারিত

করোনা আবহেই নতুন পালক নরেন্দ্র মোদীর মুকুটে! আবেগে ভাসছে পুরো গেরুয়া শিবির! জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ যে বিজেপি দলের ক্ষেত্রে একটি বিশেষ দিন, সেকথা হয়ত বলার অপেক্ষা রাখে না। কারণ অনেকেই হয়ত জানেন যে আজকের নরেন্দ্র মোদী নিরবিচ্ছিন্নভাবে ১৯ বছর টানা কাজের রেকর্ড করে ফেলেছেন। ফলে দলের পথ প্রদর্শকের এহেন মাইলফলক স্পর্শ করা আনন্দের রেশ অনবেই। তাই প্রধানমন্ত্রী জনপ্রতিনিধি হিসেবে আজ কুড়িতে পা রাখলেন।

সেইসঙ্গে দলমত নির্বিশেষে সকলেই আজ এক বাক্যে মেনে নিচ্ছেন এই কুড়ি বছরে তাঁর পরিশ্রম জাতীয় স্তরে তাঁর দলকে অন্য জায়গা করে দিয়েছে। অনেকের মতে নরেন্দ্র মোদী এই কয়েকবছরে যে পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছেন, তার ফল তিনি কমপক্ষে আগামী এক দশক ভোগ করতে পারেন। পুরনো দিনে ফিরে গেলে দেখা যায়, এর শুরুটা হয়েছিল ৭ই অক্টোবর ২০০১ সালে। যখন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি ক্ষমতায় এসেছিলেন।

এরপর অবশ্য তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। ক্রমেই রাজ্য রাজনীতি ছাড়িয়ে তিনি পৌঁছেছেন জাতীয় রাজনীতির আঙিনায়। সেই সঙ্গে ২০১৪ এবং ২০১৯ সালে দু’দফায় তাঁর নেতৃত্বেই দেশে যে গেরুয়া শিবির সরকার গড়েছে সেকথা আলাদা করে বলে দিতে হবে না। রাজনৈতিক পরিসংখ্যানবিদদের মতে, ২০০১-২০২০ সালে নরেন্দ্র মোদির একটি ক্ষেত্রেও হারের খবর নেই। তাই তাঁদের মতে এমন রাজনৈতিক কেরিয়ার অন্য যে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বেরই স্বপ্ন হওয়ার দাবি রাখে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নরেন্দ্র মোদীর রাজনীতির শুরুতে গুজরাটে তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন বেশ কয়েকটি সংস্কারের মাধ্যমে। এর মধ্যে প্রথমেই বিদ্যুত্‍ সংস্কার প্রসঙ্গ আসে। বস্তুত পশ্চিমবঙ্গের রাজনীতি সম্পর্কে বলতে গেলে এটুকু নিশ্চয়ই মানুষ জানেন যে বিদ্যুত থাকা না থাকা কী ভাবে সরকার পরিবর্তনে ভূমিকা নিতে পারে। তাই ক্ষমতায় এসেই গুজরাটের প্রান্তিক অঞ্চলগুলিতেও বিদ্যুত্‍ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে দেখা গেছে তাঁকে। এরপর বিনিয়োগ টানাতে তিনি জোর দেন। সেই প্রচেষ্টা দেখা যায় যখন দু এক বছরের মধ্যেই বিনিয়োগকারীদের পাখির চোখ হয়ে উঠতে দেখা যায় গুজরাটকে।

সেই সঙ্গে উন্নতি হয় কৃষি ও শিক্ষা ক্ষেত্রে। এই সময়ে গুজরাটের মেয়েদের শিক্ষাব্যবস্থায় আরও বেশি করে নিয়ে আসার জন্য শুরু করতে দেখা যায় কন্যাকল্যাণী প্রকল্প। এই সময় গ্রামে গ্রামে ঘুরে প্রচার চালাতে দেখা গিয়েছিল নরেন্দ্র মোদিকে। সেই প্রচেষ্টার ফলও পাওয়া যায়। এরপর রাজ্যের পর জাতীয় স্তরে প্রবেশ করে নরেন্দ্র মোদী নিজের প্রধানমন্ত্রী হিসেবে জয়যাত্রা শুরু করেন। যদিও বিতর্ক থেকেছে সব ক্ষেত্রেই। কিন্তু সেই সঙ্গে আবার সাফল্যও এসেছে। একসময় নোটবন্দি নিয়ে সারা দেশে প্রবল উত্তেজনা বিতর্কে জড়িয়েছেন তিনি।

তবে সেই ফল ভবিষ্যতে সুফল হয়েই আসবে সেই কথাও কিন্তু মেনে নিচ্ছেন রাজনীতিবিদরা। এর পাশাপাশি জিএসটি সংস্কার, আয়ুস্মান ভারত, বেটি বাঁচাও বেটি পড়াও, তিন তালাক আইন রদ, স্বচ্ছ ভারত অভিযানকে হাতিয়ার করে দ্বিতীয় দফাতেও সিংহাসনে আরোহন করতে দেখা গেছে তাঁকে। তবে এবার সামনে ২১ এর ভোটে তিনি নিজের এই জয়যাত্রা অব্যাহত রাখতে পারেন কিনা, এখন সেটাই দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!