এখন পড়ছেন
হোম > জাতীয় > গ্রামীণ ভারতের অর্থনৈতিক অবস্থা পাল্টে দিতে বড়সড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর

গ্রামীণ ভারতের অর্থনৈতিক অবস্থা পাল্টে দিতে বড়সড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর


ক্ষমতায় আসার পরই ভারতকে ডিজিটাল ইন্ডিয়ার মধ্যে দিয়ে পরিচালনা করার কথা শোনা গিয়েছিল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির গলাতে। সেইমত বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থা আনতেও দেখা গেছে কেন্দ্রীয় সরকারকে। আর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়া এবং মেক ইন ইন্ডিয়ার বড় উদাহরণ হতে চলেছে একটি পোর্টাল।

বস্তুত, বর্তমানে ফ্লিপকার্ট থেকে অ্যামাজন, বিভিন্ন অনলাইন শপিং সাইটেই ভিড় জমাতে দেখা যায় সাধারণ মানুষকে। আর এই অনলাইন শপিংয়ের ফলে ই-কমার্স সার্ভিসের ব্যবসাও অনেকটাই বেড়েছে। আর এবার অনলাইন কেনাবেচার এই প্রতিযোগিতায় নেমে পড়ল কেন্দ্র সরকারও। জানা গেছে, সরকারি ভিএলই বাজার পোর্টাল বহুদিন আগে চালু হলেও এবার সেই পোর্টালের মাধ্যমেই সমস্ত পণ্য কেনাবেচা করা যাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু কি এই ভিএলই! বিশেষজ্ঞদের দাবি, ভিএলই মানে, ভিলেজ লেভেল এন্টারপ্রেনর। মূলত এতদিন এই পোর্টালের মাধ্যমে গ্রামীণ এলাকার উৎপাদকরা তাদের তৈরি করা বিভিন্ন সামগ্রী কোনও দালাল বা মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি বিক্রি করতে পারতেন। কিন্তু এবার এখানে এই সুবিধা ক্রেতা এবং বিক্রেতা উভয়ই পাবেন। সূত্রের খবর, ইতিমধ্যেই এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে গ্রামীন উৎপাদনকারীদের সুবিধা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করার আবেদন জানানো হয়েছে।

জানা গেছে, মাত্র ১,০০০ টাকা দিয়ে যে কোনও উৎপাদনকারী তাঁদের রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রথম ১০০ জনের ক্ষেত্রে অবশ্য কোনো টাকা লাগবে না। সব মিলিয়ে এখনও পর্যন্ত কবে থেকে এই প্রকল্পের সূচনা হবে, তা জানা না গেলেও জুলাই মাস থেকেই পোর্টালের মাধ্যমে কেনাবেচা শুরু হয়ে যাবে বলে মনে করছে একাংশ। আর তা হলেই গ্রামীণ সম্পদ সরাসরি বিশ্বজনিক বাজারে বিক্রির সুবিধার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে আমূল বদলের সম্ভাবনা তৈরী হবে বলেই মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!