এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য গেরুয়া রঙের পাড়ের কাপড় পড়েছিলেন মমতা” বিস্ফোরক বিজেপি সাংসদ

“প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য গেরুয়া রঙের পাড়ের কাপড় পড়েছিলেন মমতা” বিস্ফোরক বিজেপি সাংসদ


“কেন্দ্রের থেকে বেশি টাকা পাওয়ার জন্য এবং প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য গেরুয়া রঙের পাড়ের কাপড় পরে হেলিকপ্টারে পরিদর্শনে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।” এদিন এমনি বিস্ফোরক দাবি তুললেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার।

আমফানের জেরে জনজীবন ব্যাহত হয়েছে। আমফানের তান্ডবে লন্ডভন্ড হয়েছে বাংলা। আর সেই কারণেই প্রধানমন্ত্রী রাজ্যে এসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন আর ১০০০ কোটি টাকা সাহায্য করার কথা ঘোষণা করেছেন। সেই টাকা ইতিমধ্যে রাজ্যের ভাণ্ডারে চলে এসেছে।ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী ও রাজ্যপাল।আর এই সেদিন মুখমন্ত্রী নাকি গেরুয়া রঙের শাড়ি পড়েছিলেন শুধুমাত্র কেন্দ্রের থেকে বেশি টাকা পাওয়ার জন্য এবং প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য এমনি বিস্ফোরক দাবি তুললেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন নদিয়ার নবদ্বীপ থানার চরব্রহ্মনগরে ভিনরাজ্য থেকে আসা শ্রমিকদের অস্থায়ী কোয়ারানটিন সেন্টারে দেখতে আসেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। শুধু তাই নয় এদিন তিনি পরিযায়ী শ্রমিকদের চারটি শিবির পরিদর্শন করেন।সাথেই রাজ্য সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ভিনরাজ্য থেকে যেসব শ্রমিক রাজ্যে ফিরেছেন তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থার জন্য রাজ্য সরকারকে টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার । কিন্তু সেই টাকা যাচ্ছে কোথায় ?

সেই সঙ্গে রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, পরিযায়ী শ্রমিকদের আসা থেকে শুরু করে তাঁদের খাওয়া-দাওয়ার সম্পূর্ণ ব্যয় বহন করার কথা সরকারের । সেইমতো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে অনুদান দিয়েছে অথচ রাজ্য সরকার শ্রমিকদের জন্য কোনওরকম ব্যবস্থা করেনি।

যদিও জগন্নাথ বাবুর মন্তব্য নিয়ে এখনো পর্যন্ত তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘাসফুল শিবিরের তরফ থেকে মুখ খুললে যে পাল্টা বিস্ফোরণ হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!