এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রধানমন্ত্রীর কাছে আবেদন মমতার, দলীয় কর্মীদের দিলেন কর্মসূচি

প্রধানমন্ত্রীর কাছে আবেদন মমতার, দলীয় কর্মীদের দিলেন কর্মসূচি


 

নাগরিকত্ব সংশোধনী বিল যেদিন থেকে আইনে পরিণত হয়ে গিয়েছে, তার পরদিন থেকেই দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই বাংলার বিভিন্ন জায়গায় সেই বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। বিশেষত, সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে মানুষের বিক্ষোভ জনসাধারণের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে। তবে বরাবরই গণতান্ত্রিক পথে এই বিলের বিরুদ্ধে আন্দোলনের কথা বলে এসেছেন তৃনমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু তা সত্ত্বেও, এই সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গোটা দেশজুড়ে আগুন জ্বলতে শুরু করেছে। তাই এই পরিস্থিতিতে এবার কেন্দ্রীয় সরকারকে চাপে রেখে দেশকে শান্ত করতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করলেন বাংলার প্রশাসনিক প্রধান। সূত্রের খবর, শুক্রবার তৃণমূল ভবনে দলের সকলকে নিয়ে একটি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর সেই বৈঠকের পরেই সাংবাদিকদের তিনি বলেন, “দেশের শান্তি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছি। পেশিশক্তি না দেখিয়ে গণতন্ত্রের কাছে মাথানত করতে হয়। আমি হাতজোড় করে আপনার কাছে আবেদন করছি, গোটা দেশ জ্বলছে। সেটা নেভানোর ব্যবস্থা করুন। সংশোধিত নাগরিকত্ব আইন ফেরত নিন।” আর মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা থেকেই স্পষ্ট যে, তিনি যে লড়াইয়ে নেমেছেন, সেই লড়াইয়ে জিততে চান। অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন যাতে কেন্দ্র বাতিল করে, তার জন্য এখন পরোক্ষে এই বক্তব্যের মধ্যে দিয়ে কেন্দ্রকে চাপ দিতে চাইলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এদিন তৃণমূল অবরোধ করে কোনো আন্দোলন সমর্থন করে না বলেও জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নাগরিকপঞ্জি সংশোধনী আইনের বিরুদ্ধে দলকেও এদিন কর্মসূচি বেঁধে দিয়েছেন তিনি। জানা গেছে, আগামী 23 শে ডিসেম্বর রাজ্যের প্রত্যেকটি মহকুমায় মিছিল, 24 ডিসেম্বর সিমলা রোড থেকে বেলেঘাটা পর্যন্ত মিছিল, 26 ডিসেম্বর দমদম কামারহাটিতে মিছিল, 27 ডিসেম্বর সিঙ্গুর থেকে কৃষকদের মিছিল, আর 28 এবং 29 ডিসেম্বর রাজ্যের সমস্ত বিধানসভা কেন্দ্রে ধরনা কর্মসূচি নেওয়া হচ্ছে তৃণমূলের তরফে।

বিশেষজ্ঞরা বলছেন, একদিকে গণতান্ত্রিক পদ্ধতিতে এই নাগরিকপঞ্জি সংশোধনী আইনের বিরুদ্ধে দলকে রাস্তায় নামিয়ে প্রতিবাদ করাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর অন্যদিকে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে গোটা দেশকে শান্ত রাখার আবেদন জানিয়ে নিজের লড়াইয়ে জিততে চাইছেন তিনি। কিন্তু বরাবরই বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই আইন থেকে কোনমতেই সরে আসা হবে না। ফলে সেদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এমন আবেদন বা প্রতিবাদ করলেও, তাতে কেন্দ্রের শাসকদল অত সহজে সরে আসবে না বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!