এখন পড়ছেন
হোম > জাতীয় > লকডাউন বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক দেশের সকল মুখ্যমন্ত্রীর – কি হল সিদ্ধান্ত?

লকডাউন বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক দেশের সকল মুখ্যমন্ত্রীর – কি হল সিদ্ধান্ত?

টানা 21 দিনের লকডাউন আগামী 14 এপ্রিল শেষ হচ্ছে। তবে তারপর লকডাউন করা অত্যন্ত বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে‌। কেননা নিজামুদ্দিনের সমাবেশের পর যত দিন যাচ্ছে, ততই ভারতবর্ষে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। সেদিক থেকে লকডাউন যদি বৃদ্ধি না করা হয়, তাহলে স্বাভাবিক জনজীবনে আবার সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আর এহেন একটা পরিস্থিতিতে সেই লকডাউন 14 এপ্রিলের পর বাড়বে কিনা, এই বিষয় নিয়ে শনিবার সকালে ভিডিও কনফারেন্সে দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু কি হল এই বৈঠকে? দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রীকে লকডাউনের ব্যাপারে কি বললেন? জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের বৈঠকে লকডাউন বৃদ্ধির পক্ষে সওয়াল করেছেন 10 টি রাজ্যের মুখ্যমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

লকডাউনের মেয়াদ যাতে বৃদ্ধি করা হয়, তার জন্য আর্জি জানিয়েছেন দিল্লির অরবিন্দ কেজরিওয়াল, তেলেঙ্গানার কে চন্দ্রশেখর রাও এবং হরিয়ানার মনোহরলাল খাট্টার। একই আবেদন জানাতে দেখা গেছে রাজস্থান এবং ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রীদেরও। তবে এক্ষেত্রে কিছুটা ভিন্ন ভূমিকা নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসংগঠিত শ্রমিকদের বিষয়টি প্রধানমন্ত্রীকে ভাববার কথা বলে বৈঠকে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।

কিন্তু অসংগঠিত শ্রমিকদের বিষয়টি ভাবলেও লকডাউন অবশ্যই বাড়ানো যেতে পারে বলেও জানিয়ে দেন পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান। এদিকে সারাদেশের এমন দুর্গতি পূর্ণ অবস্থায় রাজ্যগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি আপনাদের জন্য 24 ঘন্টা কাজ করতে প্রস্তুত। এখন রাজনীতি নয়। কেন্দ্র-রাজ্য মিলে একসঙ্গে কাজ করতে হবে। কোনো তথ্য জানাতে ইতঃস্তত বোধ করবেন না।”

বিশেষজ্ঞরা বলছেন, ভারতবর্ষের মানুষ তো এমন দেশই দেখতে চেয়েছিলেন। যখন দেশে বিপদ আসবে, তখন শাসক-বিরোধী সমস্ত মতানৈক্য ভুলে গিয়ে সকলে একসাথে কাজ করবে, এটাই তো কাম্য। যা শত দ্বৈরথ থাকা সত্ত্বেও বিজেপি বিরোধী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে সাংবিধানিক বার্তা দিয়ে নিজের জনদরদি ভাবমূর্তি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন সরকারি ভাবে আগামী 14 এপ্রিলের পর লকডাউন বৃদ্ধির ব্যাপারে কবে কখন ঘোষণা হয় এবং সেই ঘোষণায় ঠিক কি থাকে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!