এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভা নির্বাচনের আগে কল্পতরু হয়ে মাস্টারস্ট্রোক প্রধানমন্ত্রীর, এঁদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকতে চলেছে টাকা

লোকসভা নির্বাচনের আগে কল্পতরু হয়ে মাস্টারস্ট্রোক প্রধানমন্ত্রীর, এঁদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকতে চলেছে টাকা

২০১৪ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশের প্রধানমন্ত্রীর আসনে বসার পর থেকেই তাঁর পূর্বসূরিদের দেখানো জনমোহিনী পথে নয় – বরং নরেন্দ্র মোদী হেঁটেছিলেন আর্থিক সংস্কারের পথে। আর তারফলে – নিয়েছিলেন নোট বন্দি থেকে জিএসটির মতো একের পর এক কড়া পদক্ষেপ। স্বাভাবিকভাবেই বিরোধীরা তো বটেই দেশের একটি বড় অংশ এই সিদ্ধান্তে রীতিমত নাখুশ ছিলেন বলে দাবি রাজনৈতিক মহলের।

কিন্তু, প্রধানমন্ত্রী নিজের ভাবনায় অটল ছিলেন। নোট বন্দি বা জিএসটি নিয়ে বিতর্ক হলেও পিছিয়ে আসেননি একবিন্দুও। উল্টে তাঁর বক্তব্য ছিল – তিনি তাঁদের জন্যই দুহাত ভরে জনমোহিনী হবেন – যাঁদের আদতে দরকার আছে। আর তাই – উজ্জ্বলা প্রকল্প বা আয়ুষ্মান প্রকল্পের মত ‘উপহার’ দিয়েছেন তিনি দেশবাসীকে বলে তাঁর দলের দাবি। যদিও বিরোধীরা এইগুলিকে ‘নির্বাচনী গিমিকের’ বাইরে কিছু বলতে রাজি নন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এবার বিরোধীদের সেই কটাক্ষকে পিছনে ফেলে প্রধানমন্ত্রী কল্পতরু হতে চলেছেন দেশের কৃষকদের জন্য বলে সূত্রের খবর। এর আগে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন দেশের অর্থনীতির বিকাশের জন্য সরাসরি কৃষকদের ঋণ মকুবের পথে হাঁটবেন না – কিন্তু, এর বদলে তিনি বিকল্প উপায়ে কৃষকদের পাশে দাঁড়াতে চান। আর তাই, আপাতত কৃষি মন্ত্রক প্রধানমন্ত্রীর দপ্তরে দুটি সম্ভাবনার কথা পাঠিয়েছে।

যার প্রথমটি হল – কৃষকদের ইউনিভার্সল বেসিক ইনকামের আওতায় আনা – অর্থাৎ, প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা পড়বে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অথবা দ্বিতীয়টি হল – সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগাম ভর্তুকির টাকা জমা করা। পরিকল্পনা অনুসারে ২ মরশুমে প্রতি একর জমির জন্য কৃষককে ৪,০০০ টাকা করে দেওয়া হতে পারে। তবে, প্রস্তাবিত দুটি পদ্ধতির মধ্যে কোনটি কেন্দ্রীয় অর্থ মন্ত্রক বেছে নেবে তা অবশ্য এখনো জানা যায়নি। এর সাথেই, প্রতি হেক্টরে কৃষকদের করমুক্ত ফসলের সীমা ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করার ভাবনা চিন্তাও চলছে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!