এখন পড়ছেন
হোম > জাতীয় > ‘আত্মনির্ভর ভারত’ গড়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন পদক্ষেপ, খুশির হাওয়া শিল্পজগতে

‘আত্মনির্ভর ভারত’ গড়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন পদক্ষেপ, খুশির হাওয়া শিল্পজগতে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট দেশের অর্থনীতির বেহাল দশা ফেরাতে আগেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। গত কয়েক মাস ধরে করোনা আবহে ক্রমাগত ভারতের অর্থনীতির আকাশে কালো মেঘ দেখা দিয়েছে। যার অস্তিত্ব এখনও প্রবলভাবে রয়ে গেছে। অর্থনৈতিক মন্দার ফলে দেশের ছোট,মাঝারি শিল্প সংস্থাগুলি যখন ডুবতে বসেছে ঠিক সেই সময় প্রধানমন্ত্রী ঘোষণা করেন ‘আত্মনির্ভর ভারত’ তৈরি করার।

আর প্রধানমন্ত্রীর ঘোষণার সাথে সাথেই আশার আলো গুনতে শুরু করে দেশের ছোট ও মাঝারি শিল্পগুলি। দেশের অর্থনৈতিক ভিত্তি প্রস্তর মজবুত করার জন্য এবার ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ঢেলে সাজানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই সূত্রে এবার ছোট ও মাঝারি শিল্পগুলিকে বিশেষ কিছু সুযোগ-সুবিধা দেওয়া হলো বলে জানা গেছে। সূত্রের খবর, এবার থেকে ছোট ও মাঝারি শিল্পগুলিকে রেজিস্ট্রেশন করতে গেলে আলাদা করে বিশেষ কোনো কাগজপত্র আপলোড করতে হবেনা।

শুধুমাত্র সেল্ফ ডিক্লেয়ারেশন দিলেই পুরো ব্যাপারটি মিটে যাবে। পাওয়া যাবে রেজিস্ট্রেশন। পাশাপাশি জানা গেছে, এবার থেকে ছোট ও মাঝারি শিল্পকে বিশেষ উদ্যোগ এর মধ্যে চিহ্নিত করা হবে। নতুন নিয়ম চালু হবে 2020 সালের জুলাই মাসের 1 তারিখ থেকে বলে জানা গেছে। এ প্রসঙ্গে ছোট ও মাঝারি শিল্পের কর্মকর্তারা জানাচ্ছেন, নতুন শিল্পের ক্ষেত্রে এন্টারপ্রাইজ রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি একেবারে আয়কর ও জিএসটির ব্যবস্থার সঙ্গে এক করে দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার ফলে রেজিস্ট্রেশন করার সময় যে তথ্য দেওয়া হবে তার প্যান নাম্বার বা জিএসটি নম্বরের সাথে যাচাই করে নেওয়া হবে একেবারে। অন্যদিকে জানা গেছে, শুধুমাত্র আধার নম্বর দিয়ে এবার থেকে রেজিস্ট্রেশন করা যেতে পারে। সূত্রের খবর, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের মাইক্রো ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলির সঙ্গে এবং অর্থ মন্ত্রকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকেই প্রধানমন্ত্রী ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলিকে নতুন করে বাঁচিয়ে তোলার কথা বলেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর প্রস্তাবকে বাস্তবায়িত করার জন্য তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট এর মত প্রতিষ্ঠানকে পুরো দায়িত্ব দেন বলে জানা গেছে।

অন্যদিকে বিশেষ সূত্রে খবর, শুক্রবার প্রধানমন্ত্রী বিমান মন্ত্রক, জ্বালানি সহ অন্যান্য মন্ত্রকের সঙ্গেও বৈঠক করেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন নিয়মের ফলে ভারতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলি এবার যাতে নতুন করে কাজের দিশা পায় সে ব্যবস্থা আরো পাকা করার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই সুবিধা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জগতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ফলে খুশির জোয়ার এসেছে বলে জানা যাচ্ছে। বর্তমানে ‘আত্মনির্ভর ভারত’ গড়ে তোলার জন্য যে চিন্তাভাবনা করা হচ্ছে, তাতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পুনঃপ্রতিষ্ঠা যথেষ্ট জোর বাড়াবে বলে মনে করা হচ্ছে। আপাতত, সম্পূর্ণ ব্যাপারটি কার্যকর হওয়ার দিকেই লক্ষ্য রাখছে দেশের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!