এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > করোনা মোকাবিলায় শুধু ভারত নয়, এবার বিশ্বের দরবারে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

করোনা মোকাবিলায় শুধু ভারত নয়, এবার বিশ্বের দরবারে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


করোনা মহামারীর ঠেলায় কার্যত গৃহবন্দী গোটা বিশ্ব। ভারতে এই মারণ ভাইরাসের আক্রমন একটু পরে হয়েছিল – আর তাই বিশ্বের অন্যান্য দেশের থেকে শিক্ষা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী – ভারতে লকডাউন চালু করেন। দুই পর্বের লকডাউনের শেষে, আজ থেকে গোটা দেশ তৃতীয় পর্বের লকডাউনে প্রবেশ করছে। ভারতের মত বিশাল জনসংখ্যার ও জনঘনত্বের দেশে করোনার প্রকোপ যতটা প্রবল হবে বলে মনে করা হচ্ছিল, কেন্দ্র সরকারের এই পদক্ষেপে, তা অনেকটাই ম্রিয়মান করা গেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

এই লকডাউন চলাকালীন, প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পাশাপাশি, দেশবাসীর জন্যও নিজের বার্তা রাখেন। আর এবার শুধু দেশবাসীর জন্যই নয় – প্রধানমন্ত্রী বিশ্ববাসীর উদ্দেশ্যেও দিতে চলেছেন বড়সড় বার্তা। সূত্রের খবর, নন অ্যালাইন্ড মুভমেন্ট (নাম) বা নিরপেক্ষ দেশগুলির একটি বৈঠক আজ অনুষ্ঠিত হতে চলেছে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলাম আলাউভের নেতৃত্বে বিশ্বের বিভিন্ন দেশে মহামারীর আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের মোকাবিলা নিয়ে এই বৈঠক হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, রাষ্ট্রসংঘের পর ‘নাম’ বিশ্বের দেশগুলির সবচেয়ে বড় সংগঠন – যেখানে এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার ১২০ টি দেশ রয়েছে। সূত্রের খবর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর ডিরেক্টর জেলারেল এবং রাষ্ট্রসংঘের প্রধান – দুজনেই আজকের এই বিশেষ বৈঠকে অংশ নিতে পারেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিটি সদস্য দেশের রাষ্ট্রনেতারাই এতে অংশ নেবেন বলে জানা গেছে। আর সেখানেই করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের কৌশল অন্যান্য দেশগুলির কাছে তুলে ধরতে পারেন ভারতের প্রধানমন্ত্রী বলে জানা গেছে।

প্রসঙ্গত, প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, হাইড্রোক্সিক্লোরোকুইন হতে পারে মারণ করোনা ভাইরাসের প্রতিষেধক। আর গোটা বিশ্বে ভারতই হচ্ছে এই ওষুধের সব থেকে বড় রপ্তানিকারী দেশ। গোটা বিশ্বের এই কঠিন সময়ে – শুধু আমেরিকাই নয়, ভারত এখনও পর্যন্ত বিশ্বের ৮৭ টি দেশে ২ কোটি ৮০ লক্ষ হাইড্রোক্সিক্লোরোকুইন পাঠিয়েছে। যা ইতিমধ্যেই ভারতকে করোনা লড়াইয়ে অন্যতম বড় জায়গায় রেখেছে। কিন্তু, যতদিন পর্যন্ত না – করোনার ভ্যাকসিন আবিষ্কৃত হচ্ছে, ততদিন পর্যন্ত চিন্তা রায়েই যাচ্ছে। আর সেই কঠিন পরিস্থিতি কোন পথে সামলানো যেতে পারে, তাই নিয়েই বিশ্বের দরবারে এবার নিজের বক্তব্য তুলে ধরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!