এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > প্রধানমন্ত্রীর প্রতি বিস্ফোরক অভিযোগ হেভিওয়েট কংগ্রেস সাংসদের, উত্তপ্ত রাজনৈতিক মহল

প্রধানমন্ত্রীর প্রতি বিস্ফোরক অভিযোগ হেভিওয়েট কংগ্রেস সাংসদের, উত্তপ্ত রাজনৈতিক মহল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের সময় থেকেই লাদাখে ভারতের সঙ্গে জমিবিবাদে লিপ্ত হয়েছে ভারতের শত্রুভাবাপন্ন প্রতিবেশী দেশ চীন। পূর্ব লাদাখের সাম্প্রতিক অবস্থা নিয়ে সংসদে সম্প্রতি বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই বিষয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে বিস্ফোরক অভিযোগ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। প্রসঙ্গত, সম্প্রতি পূর্ব লাদাখের পরিস্থিতি নিয়ে সংসদে এক বিস্তারিত বিবৃতি রেখেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন যে, পূর্ব লাদাখের প্যাংগং লেক সংলগ্ন স্থান থেকে ভারতের সঙ্গে চীনের সেনাদের বিশেষ সমঝোতা হয়েছে। দুই দেশই সেনা সরিয়ে নেবে। তিনি জানিয়েছেন যে, প্যাংগং লেকের উত্তরে ফিঙ্গার ৮ পর্যন্ত চীন সেনা বাহিনী মোতায়েন করবে। ফিঙ্গার ৩ পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী থাকবে। মাঝের অংশে কারোর সেনা থাকবে না। আবার, প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণ প্রান্তে থেকে উভয়েই সেনা বাহিনী সরিয়ে নিতে শুরু করবে। প্যাংগং লেকের উত্তর অংশ থেকে চীনা সেনাবাহিনীর ট্যাঙ্ক সরিয়ে নেবার একটি ভিডিও ভারতীয় সেনার পক্ষ থেকে সম্প্রতি প্রকাশ করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই প্রসঙ্গে নজিরবিহীনভাবে প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী জানালেন যে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পূর্ব লাদাখের পরিস্থিতি নিয়ে বিবৃতি রেখেছেন। যেখানে তিনি দেখতে পাচ্ছেন যে, ভারতের সেনারা এখন ফিঙ্গার ৩য়ে চলে এসেছে। ফিঙ্গার ৪ হলো ভারতের অঞ্চল। কিন্তু এখন ভারতের সেনা ফিঙ্গার ৩তে চলে এসেছে, ফিঙ্গার ৪ ছেড়ে। তিনি প্রশ্ন করেছেন, প্রধানমন্ত্রী কেন চীনের কাছে ভারতের অঞ্চল ছেড়ে দিয়েছেন?

রাহুল গান্ধীর অভিযোগ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চল দেপসাং সমভূমি নিয়ে একটি বক্তব্যও রাখেন নি। যেখানে প্রবেশ করেছে চীন। তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রী ভারতের এই অঞ্চল চীনের হাতে তুলে দিয়েছেন। যার জন্য প্রধানমন্ত্রীকে জবাবদিহি করার দাবি করেছেন তিনি।

এরপরেই প্রধানমন্ত্রী সম্পর্কে তাঁর বিস্ফোরক অভিযোগ, ” প্রধানমন্ত্রী এমন কাপুরুষ যে চিনাদের সামনে দাঁড়াতে পারেন না। তিনি আমাদের সেনাবাহিনীর ত্যাগের উপরে থুথু দিচ্ছেন। তিনি আমাদের সেনাবাহিনীর ত্যাগের প্রতি বিশ্বাসঘাতকতা করছেন। ভারতে কাউকেই এটি করার অনুমতি দেওয়া উচিত নয়।” এভাবেই, লাদাখ বিষয়ে প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ ও অভিযুক্ত করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!