এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পছন্দের নেতা না পেলে ফিরে যাবেন পুরোনো দলে! নবাগতদের অদ্ভুত ‘ডিম্যান্ডে’ ঘুম উড়ছে তৃণমূলের?

পছন্দের নেতা না পেলে ফিরে যাবেন পুরোনো দলে! নবাগতদের অদ্ভুত ‘ডিম্যান্ডে’ ঘুম উড়ছে তৃণমূলের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের নিম্নস্তরের কর্মীদের হুমকি চিঠি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চর্চা। সম্প্রতি একুশের বিধানসভা নির্বাচনের দিকে নজর রেখে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সংগঠনিক পরিবর্তন করেন রাজ্য এবং জেলা দু’জায়গাতেই। সেই পরিবর্তনের রেশ ধরেই এবার ব্লক সভাপতি নির্বাচন করার তাগিদ অনুভব করেছে দলীয় নেতৃত্ব। পুরুলিয়া অঞ্চলের রঘুনাথপুর 1 নম্বর ব্লক ও জয়পুর ব্লকে ব্লক সভাপতি নির্বাচন ঘিরে শুরু হয়েছে তৃণমূলের অন্দরের কোন্দল।

সম্প্রতি জয়পুর পঞ্চায়েত সমিতির একাধিক সদস্য এবং রঘুনাথপুর এক পঞ্চায়েত সমিতির সদস্যরা একযোগে চিঠি দিয়েছেন তৃনমূলের সভাপতিকে এবং এই চিঠির বক্তব্য পুরোপুরি হুমকিমূলক ছিল বলে জানা গেছে। গত পঞ্চায়েত নির্বাচনের পর তৃণমূলের একাধিক সদস্য বিজেপিতে চলে যান। কিন্তু প্রাক্তন ব্লক সভাপতি প্রদীপ মাঝির আহবানে গত আড়াই বছর আগে তাঁরা তৃণমূলে ফিরে আসেন এবং তখন থেকেই তাঁরা জানতেন ব্লক সভাপতি প্রদীপ মাঝি হবেন।

কিন্তু এখন দেখা যাচ্ছে, অন্য কথা। আর সেই ক্ষোভে হিসাবে জেলা সভাপতিকে চিঠি দিয়ে বলা হচ্ছে, পছন্দ অনুযায়ী সভাপতি নির্বাচন না হলে অন্য রকম ব্যবস্থা গ্রহণ করবেন রঘুনাথপুর এক পঞ্চায়েত সমিতির সদস্যরা। যদিও পুরো পরিষ্কারভাবে বিজেপিতে যাওয়ার কথা এখানে কেউ বলেননি, কিন্তু রাজনৈতিক মহলের দাবি, চিঠির মাধ্যমে সে দিকেই ইঙ্গিত করা হয়েছে। ইতিমধ্যেই জানা গেছে ব্লক নেতৃত্বের এই ভাবে চাপ দেওয়ার কৌশলকে মোটেই ভালো চোখে দেখছে না পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই চিঠি রাজ্য নেতৃত্ত্বের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, রঘুনাথপুর 1 সমিতি থেকে যে চিঠি গেছে সেখানে সহ–সভাপতি ছাড়া পাঁচ কর্মাধ্যক্ষ, এক সদস্য ও খাজুরা গ্রাম পঞ্চায়েতের দুই সদস্যের স্বাক্ষর রয়েছে। একইভাবে জয়পুরের চিঠিতে সহ–সভাপতি, চার কর্মাধ্যক্ষ-সহ এক সদস্য মিলে ওই চিঠি পাঠান। রঘুনাথপুর 1 পঞ্চায়েত সমিতির সদস্যরা প্রদীপ মাঝিকে ব্লক সভাপতি করার পক্ষে। এ প্রসঙ্গে প্রাক্তন ব্লক সভাপতি প্রদীপ মাঝি জানিয়েছেন, দলীয় সিদ্ধান্ত তিনি মেনে নেবেন। তবে ইঙ্গিত দিয়েছেন, এলাকার সংগঠনের কথা দলীয় নেতৃত্বের মানা উচিত।

অন্যদিকে জয়পুরের প্রাক্তন ব্লক সভাপতি কীর্তন মাহাতোকে আবার ওই পদে চাইছেন ব্লক পঞ্চায়েত সমিতির সদস্যরা। কিন্তু এই প্রাক্তন ব্লক সভাপতি কীর্তন মাহাতোর সঙ্গে এলাকার বিধায়ক শক্তিপদ মাহাতোর দ্বন্দ্ব দলীয় নেতৃত্ত্বের কানেও পৌঁছেছে। আর সে কারণেই বিকল্প নাম ভাবা হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বর্তমানে তৃণমূলের কাছে একুশের বিধানসভা নির্বাচন হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনে জেতার জন্য তৃণমূল সব রকম সিদ্ধান্ত নিচ্ছে।

এই অবস্থায় যদি তৃণমূলের অন্দরে নিচু স্তরের কর্মীরা দলের কথা না ভেবে নিজেদের পছন্দের দাবীতে অনড় থাকে, তাহলে তা মোটেই দলের পক্ষে ভাল হবে না বলে মনে করা হচ্ছে। অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, পুরুলিয়া অঞ্চলে বিধানসভা নির্বাচনে আবার হারানো কর্তৃত্ব ফিরিয়ে আনার দিকেই নজর দিয়েছে তৃণমূল শিবির। আর সে ক্ষেত্রে দলের নীচুস্তরের কর্মীদের সামলাতে দলীয় শীর্ষ নেতৃত্ব কি ব্যবস্থা গ্রহণ করেন, সেদিকেই এখন নজর থাকবে সবার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!