এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পদ ছেড়ে দিলেন অপমানে, এবার কি বিজেপিতে যাবেন নাকি নতুন দলের সন্ধান? জল্পনা তুঙ্গে!

পদ ছেড়ে দিলেন অপমানে, এবার কি বিজেপিতে যাবেন নাকি নতুন দলের সন্ধান? জল্পনা তুঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলায় সংগঠনে পরিবর্তন আনার চেষ্টা করছে‌। সম্প্রতি কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেস নতুন জেলা কমিটি ঘোষণা হয়েছে। আর তারপরেই এবার দলের অন্দরে বিদ্রোহ ঘোষণা করলেন কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। যেখানে দলের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল তাকে। তৃণমূল কংগ্রেসে যখন শৃঙ্খলার মধ্যে দিয়ে দল পরিচালনার চেষ্টা করছেন তৃণমূলের রাজনৈতিক রননীতিকার প্রশান্ত কিশোর, তার যখন সমস্ত নেতার ওপর নজর রয়েছে, তখন কেন এভাবে প্রকাশ্যে দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন দীর্ঘদিনের তৃণমূল বিধায়ক! তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

অনেকেই বলছেন, এবার মিহির গোস্বামী দলবদলের মত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। তাই জেলা কমিটি ঘোষণার সাথে সাথেই রীতিমত দলের নেতৃত্বের বিরুদ্ধে সরব হতে দেখা গেল তাকে। সূত্রের খবর, শনিবার একটি সাংবাদিক বৈঠক করেন মিহির গোস্বামী। যেখানে তিনি বলেন, “আমার 50 বছরের রাজনৈতিক জীবন। শেষ বেলায় এসে অনেক অপমান সহ্য করেছি। আর নয়। এবার দলের সাংগঠনিক সমস্ত দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম।” এদিকে দলের বর্তমান নেতৃত্ব নানা পদ অলংকিত করে দলবিরোধী কাজ করছেন বলেও অভিযোগ করেন তৃণমূলের এই হেভিওয়েট বিধায়ক।

কিন্তু সমস্ত কিছু ঠিক ঠাক থাকা সত্ত্বেও কেন এই রকম মন্তব্য করতে গেলেন মিহির গোস্বামী? একাংশ বলছেন অপমানে তিনি এই পথ ছেড়ে দেওয়ার কথা বলেছেন তবে তিনি অন্য কোন রাজনৈতিক দলে যাবেন কিনা তা এখনও পর্যন্ত স্পষ্ট করেননি। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি তৃণমূলের প্রাক্তন সেকেন্ড-ইন-কমান্ড মুকুল রায় বিজেপিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি হয়েছেন তিনি। আর মুকুল রায় বিজেপির দায়িত্ব পাওয়ার পর তার হাত ধরে তৃণমূলের অনেক বিধায়ক এবং জনপ্রতিনিধি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এমতাবস্থায় মিহির গোস্বামীর মত হেভিওয়েট বিধায়কের এইভাবে দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদানের অন্যতম ইঙ্গিত বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। তবে দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সৈনিক হয়ে তিনি এত তাড়াতাড়ি এরকম কোনো সিদ্ধান্ত নিতে পারেন, তা বিশ্বাস করতে নারাজ শাসক দলের একাংশ। তবে রাজনীতিতে কখন কি হয় বলা যায় না। তাই মুকুল রায়ের যখন বিজেপিতে শ্রীবৃদ্ধি ঘটছে, তখন মিহির গোস্বামীর মত দুর্দিনের তৃণমূল কংগ্রেসের সৈনিকরা যদি দলবদলের মতো সিদ্ধান্ত নেন, তাহলে তা 2021 এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের কাছে তা বড়োসড়ো চাপের কারণ হতে চলেছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

অনেকে আবার বলছেন, বর্তমানে বিজেপি তৃণমূলের অন্যতম বিরোধী দল হিসেবে পরিচিত। সেদিক থেকে তৃণমূল বিধায়ক দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দলবদল করলেও, বিজেপিতে যোগদান নাও করতে পারেন। তিনি অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান করে অস্বস্তি বাড়িয়ে দিতে পারেন শাসকদলের। সেদিক থেকে মিহির গোস্বামীর বিরুদ্ধে বিদ্রোহের পরে তার মান ভাঙাতে তৃণমূলের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়, নাকি তিনি অন্য কোনো রাজনৈতিক দলে গিয়ে শাসকদলের অস্বস্তি বাড়িয়ে দেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!