এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পদ হারাতেই মামলা ঠুকলেন প্রভাবশালী তৃণমূল নেতা! সাথেসাথেই হেই গেল বড়সড় রদবদল! শুরু জল্পনা

পদ হারাতেই মামলা ঠুকলেন প্রভাবশালী তৃণমূল নেতা! সাথেসাথেই হেই গেল বড়সড় রদবদল! শুরু জল্পনা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের শাসক দল তৃণমূল শিবিরে এমন কিছু ঘটছে, যা রাজ্য রাজনীতিতে যথেষ্ট তাৎপর্য বহন করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দলীয় দ্বন্দ্ব এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে দলে থেকেও সরকারের প্রতি মামলা করতে বিশেষ কার্পণ্য বোধ করছেননা কেউ কেউ। এরকমই একটি ঘটনা ঘটেছে সম্প্রতি। মঙ্গলবার রাজ্য সরকারের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করলেন এবার মেদিনীপুরের প্রাক্তন পুরপ্রধান প্রণব বসু। গত দু’বছর ধরে মেদিনীপুরের পুরসভা প্রশাসকমন্ডলীর হাত ধরে চলছে।

মহকুমা শাসক ছাড়া এই চার সদস্যের প্রশাসক মন্ডলীতে মেদিনীপুরের বিধায়ক মৃগেন্দ্রনাথ মাইতি, প্রাক্তন পুরপ্রধান প্রণব বসু, প্রাক্তন কাউন্সিলর নির্মাল্য চক্রবর্তী ছিলেন। কিন্তু সম্প্রতি প্রাক্তন পুরপ্রধান প্রণব বসুকে প্রশাসকমন্ডলী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, প্রাক্তন পুরপ্রধান প্রণব বসু শুভেন্দু অধিকারীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছিলেন। যার ফলস্বরূপ তাঁকে সরে যেতে হলো প্রশাসকমন্ডলী থেকে। অন্যদিকে নতুন পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন হয়েছেন দীনেন রায়। আর সেই নির্দেশকে এবার চ্যালেঞ্জ করে প্রাক্তন পুরপ্রধান প্রণব বসু মামলা করলেন কলকাতা হাইকোর্টে। অন্যদিকে বুধবার এরইমধ্যে পৌরসভায় এসে নিজের দায়িত্ব বুঝে নিলেন দীনেন রায়। আর এখানেই শুরু হয়েছে জল্পনা।

অনেকেই প্রাক্তন পুর প্রধানের মামলা এবং পরের দিন নতুন পুরপ্রশাসকমন্ডলীর চেয়ারপার্সনের দায়িত্ব বুঝে নেওয়ার মধ্যে মিল খুঁজছেন। তবে দীনেন ঘনিষ্ঠরা দাবি করেছেন, এর মধ্যে কোন যোগসূত্র নেই। বুধবার যে দায়িত্ব হস্তান্তর হবে তা অনেক আগে থেকেই নির্ধারিত ছিল। অন্যদিকে প্রাক্তন পুরপ্রধান প্রণব বসু রাজ্য সরকারের পুরপ্রশাসক মন্ডলীর গঠন সংক্রান্ত সাম্প্রতিক নির্দেশের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।আর সেই সূত্রে তিনি হাইকোর্টে মামলা করেছেন। বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা। গত সপ্তাহেই মেদিনীপুরের নতুন পুরপ্রশাসক মন্ডলী গঠনের নির্দেশ বেরোলেও মঙ্গলবার পর্যন্ত দীনেন রায় পুরসভায় দায়িত্ব নিতে আসেননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দলীয় সূত্রে জানা যাচ্ছে, তিনি নিজে এই দায়িত্ব নিতে নিমরাজি হয়েছিলেন। তবে বুধবার দায়িত্ব নিয়েই দীনেন রায় আবেদন করেছেন কাজ চালানোর জন্য সম্মিলিত সহযোগিতার। অন্যদিকে জানা গেছে, এদিন বিকেলে পুরসভায় দীনেন রায়ের সঙ্গে দেখা করেন জেলা পরিষদের সভাধিপতি তথা জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি, নারায়ণগড়ের বিধায়ক প্রদ্যোত ঘোষ, খড়্গপুরের বিধায়ক প্রদীপ সরকার প্রমুখরা। পুরসভায় দেখা গিয়েছে সৌমেন খান, শম্ভুনাথ চট্টোপাধ্যায়সহ বিভিন্ন প্রাক্তন কংগ্রেস কাউন্সিলরকে। অন্যদিকে প্রণব বসুর মামলা সংক্রান্ত ব্যাপারে জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি জানিয়েছেন, ব্যক্তিগত ধারণা থেকে প্রণব বসু মামলা করেছেন।

তবে পুর দপ্তর যে সিদ্ধান্ত নিয়েছেন তাকেই সঠিক বলে মেনেছেন অজিত মাইতি। শুধু অজিত মাইতি একা নন, এদিন পুরসভার দায়িত্ব হস্তান্তরের সময় বহু কাউন্সিলরই উপস্হিত ছিলেন বলে শোনা যাচ্ছে যারা এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে প্রাক্তন পুরপ্রধান প্রণব বসুর বিরুদ্ধে দলে থেকে সরকারের বিরুদ্ধাচরণ করায় দল কি কোনো ব্যবস্থা গ্রহণ করবে তাঁর বিরুদ্ধে? এর উত্তরে জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি পুরোটাই জেলা তৃণমূল নেতৃত্বের ওপর ছেড়েছেন। সবমিলিয়ে তৃণমূল শিবিরের অন্দরে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে জোরদার বিদ্রোহ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

পুরপ্রশাসকমন্ডলীর পদ খোয়াতেই যেভাবে প্রভাবশালী তৃণমূল নেতা মামলা করলেন সরকারের বিরুদ্ধে, তা যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি করেছে তৃণমূল শিবিরে। অন্যদিকে মামলা শুরুর সাথে সাথেই যেভাবে দলে বড়সড় রদবদল হয়ে গেল তা নিয়েও চলছে জল্পনা। তবে সব মিলিয়ে বিশেষজ্ঞরা মনে করছেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে যদি কেউ ঘনিষ্ঠতা বাড়িয়ে থাকেন বা তাঁর অনুগামী হিসেবে পরিচিত হন তাহলে যথারীতি দলে থাকলেও তাঁকে এবার ধীরে ধীরে নিষ্ক্রিয় করার কাজ চলবে। আপাতত পুরপ্রশাসক মন্ডলী নিয়ে হাইকোর্টে যে মামলা হয়েছে, তার আগামী দিনের রায়ের দিকেই নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!