এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পদ পেয়ে একুশের আগে মুকুল ম্যাজিক শুরু? অন্যতম শিষ্যকে তৃণমূলের মাহারথীকে বিজেপিতে টানা শুরু?

পদ পেয়ে একুশের আগে মুকুল ম্যাজিক শুরু? অন্যতম শিষ্যকে তৃণমূলের মাহারথীকে বিজেপিতে টানা শুরু?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লোকসভা নির্বাচনের আগে তৃণমূল শিবিরের সেকেন্ড ম্যান মুকুল রায় যোগ দেন গিয়ে বিজেপি শিবিরে। তারপর থেকেই রাজ্য জুড়ে চলছে মুকুল ম্যাজিক। 2019 এর লোকসভা নির্বাচনের প্রাক্কালে দেখা গিয়েছে তৃণমূল থেকে সক্রিয় নেতা সৌমিত্র খাঁ দল ছেড়ে যোগ দিয়েছেন গিয়ে বিজেপিতে। আর এবার পালা শুভেন্দু অধিকারীর। দীর্ঘদিন ধরেই শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল নেতৃত্বের দূরত্ব বেড়ে চলা নিয়ে জল্পনা ক্রমশ তীব্র হচ্ছে। আর এই দূরত্বকেই কাজে লাগাতে এবার অগ্রসর হচ্ছে রাজ্যের গেরুয়া শিবির। গেরুয়া শিবিরের এই তৎপরতা যদি কাজে লাগে, তাহলে তা একুশের বিধানসভা নির্বাচনের আগে কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে।

সম্প্রতি শুভেন্দু অধিকারীর একদা সহযোদ্ধা সৌমিত্র খাঁ এবার সরাসরি শুভেন্দু অধিকারীকে বিজেপিতে আহ্বান জানালেন। প্রসঙ্গত, সৌমিত্র খাঁ কিন্তু বর্তমানে বিজেপি সাংসদ এবং যুব মোর্চার সভাপতি। কিন্তু তা সত্ত্বেও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বারংবার সংঘাতে জড়িয়েছেন তিনি। এদিন সৌমিত্র খাঁ শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলেন, তৃণমূল থাকলে কোনো সম্মান পাওয়া যাবেনা। তাই বিজেপিতে আসার জন্য আহ্বান জানান তিনি। অন্যদিকে একদা রাজনৈতিক সতীর্থকে যেভাবে সৌমিত্র খাঁ গেরুয়া শিবিরে আমন্ত্রণ জানিয়েছেন, তা নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে চলছে তীব্র চর্চা।

সম্প্রতি শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল শিবিরের দূরত্বের কারণে অস্বস্তির সৃষ্টি হয়েছে শাসক দলে। তৃণমূলে গুরুত্ব না পেয়ে শুভেন্দু অধিকারী কিন্তু সমান্তরালভাবে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন জেলায় জেলায়। এবং সে ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি এখনও যথেষ্ট জনপ্রিয় স্বমহিমায়। যা  যথেষ্ট চিন্তায় ফেলছে তৃণমূলকে বলে মনে করা হচ্ছে। তার ওপর শুভেন্দুর সমর্থনে মুর্শিদাবাদ ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও একের পর এক মিছিল এবং পোস্টার চোখে পড়ছে। উপরন্তু শুভেন্দু যেভাবে তৃণমূলের দিকে ইঙ্গিত করে বেশ কিছু বিবৃতি প্রদান করছেন প্রকাশ্যে, তা থেকে কিন্তু স্পষ্ট তিনি তৃণমূলের সমালোচনা করছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি নন্দীগ্রামের এক অনুষ্ঠান থেকে শুভেন্দু স্পষ্ট বার্তা দিয়েছেন, মানুষের কাজ করতে গেলে কোন পদের প্রয়োজন হয় না। আর তারপরেই শুভেন্দুর ভবিষ্যৎ নিয়ে শুরু হয় তীব্র জল্পনা রাজনৈতিক মহলে। তবে শুভেন্দু অধিকারী এদিন স্পষ্ট জানিয়েছেন, বাজারী সংবাদে বিশ্বাস না করে যেন তাঁর মুখের কথাকেই গুরুত্ব দেওয়া হয়। এরপর তিনি আগামী 10 ই নভেম্বর নন্দীগ্রামে বৃহত্তর সমাবেশের ডাক দেন বলে জানা গিয়েছে। অন্যদিকে বিজেপি দীর্ঘদিন ধরেই শুভেন্দু অধিকারীকে দলে টানার চেষ্টা করে যাচ্ছে বলে খবর। আর এবার শুভেন্দু অধিকারী এবং তৃণমূলের দূরত্বকে কাজে লাগিয়ে সৌমিত্র খাঁ তাঁকে সরাসরি বিজেপিতে আহ্বান জানালেন।

তবে শুভেন্দু অধিকারী আগেও বিজেপির আমন্ত্রণে কোন সাড়া দেননি এবং এবারেও সৌমিত্র খাঁ এর আমন্ত্রণে তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি এখনো পর্যন্ত। তবে সৌমিত্র খাঁ যেভাবে শুভেন্দু অধিকারীকে গেরুয়া শিবিরে আহবান জানালেন তাতে কিন্তু মুকুল ম্যাজিকের ছায়া দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। একুশের বিধানসভা নির্বাচন এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শাসক-বিরোধী উভয় শিবিরেই। আর সেক্ষেত্রে যদি শাসক দল থেকে অন্যতম সেনাপতিকে দলে নিয়ে আসা যায়, তাহলে একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির লক্ষ্যলাভ করতে সময় নেবে না বলেই মনে করা হচ্ছে। এই অবস্থায় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় সৌমিত্র খাঁকে কাজে লাগাচ্ছেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!