এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পদ থেকে ইস্তফা তৃণমূলী চেয়ারম্যানের! মেদিনীপুরে দলবদলের জল্পনা তুঙ্গে!

পদ থেকে ইস্তফা তৃণমূলী চেয়ারম্যানের! মেদিনীপুরে দলবদলের জল্পনা তুঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর থেকেই গোটা মেদিনীপুরে তৃণমূলের অন্দরমহলে ভাঙনের আশঙ্কা করা হয়েছিল। ইতিমধ্যেই শিশির অধিকারীকে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর তারপর অধিকারী পরিবারের বড় কর্তা শিশিরবাবুর দলবদলের গুঞ্জন বাড়তে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে এবার তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে হলদিয়া পৌরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন শ্যামলকুমার আদক।স্বাভাবিকভাবেই তার ইস্তফা ঠিক কি কারণে, এখন তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তাহলে কি শ্যামলবাবু এখন তৃণমূল ত্যাগের মতো কোনো সিদ্ধান্ত নেবেন! তাই তার আগে পদ থেকে ইস্তফা দিলেন তিনি, এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

সূত্রের খবর, এদিন কাউন্সিলার দীপক পন্ডা পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে এসে শ্যামল কুমার আদকের ইস্তফা পত্র জমা দেন। পরে তা মহকুমা শাসকের কাছে জমা দেওয়া হয়। কিন্তু কী কারণে শ্যামলবাবু চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি। অনেকে বলছেন, পদ থেকে ইস্তফা দেওয়ার সাথে সাথেই শ্যামলবাবু কি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে, তিনি এবার তৃণমূল কংগ্রেস ছাড়তে চলেছেন!

এমনিতেই শুভেন্দু অধিকারী দল গঠনের পর মেদিনীপুরে তৃণমূলের ব্যাপক ভাঙ্গন ধরতে পারে বলে মনে করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে প্রতিনিয়ত ছোটখাটো দলবদল হতে দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই এমতাবস্তায় এবার শ্যামলকুমার আদকের মত হেভিওয়েট নেতা হলদিয়া পৌরসভার চেয়ারম্যান পদ থেকে নিজের ইস্তফা পত্র জমা দেওয়ায় দলের সঙ্গে তার দূরত্ব বৃদ্ধি পেতে শুরু করল বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, এমন ঘটনা যদি ঘটে, তাহলে আশ্চর্য হওয়ার কিছু নেই। কেননা শুভেন্দু অধিকারী এতদিন পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেসের শেষ কথা বলতেন। ফলে তিনি দলবদল করার পর এমনিতেই সংশয় তৈরি হয়েছিল। আর এবার শ্যামল কুমার আদকের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়া নিঃসন্দেহে তৃণমূল ছাড়ার একটা বড় ইঙ্গিত বলেই দাবি করছেন একাংশ। তবে এখনও পর্যন্ত এই ব্যাপারে শ্যামলবাবু অবশ্য কিছু জানাননি। কিন্তু শুভেন্দু অধিকারীর মত তিনি পদ ছেড়ে দেওয়ার পর এবার তৃণমূল কংগ্রেস ত্যাগ করেন, নাকি শাসকদলেই থেকে যান, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!