এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পদ্মের শক্ত ঘাঁটিতে ঘাসফুল ফোটাতে মুশকিল আসান মুকুল, নয়া স্ট্র্যাটেজি শাসকদলের!

পদ্মের শক্ত ঘাঁটিতে ঘাসফুল ফোটাতে মুশকিল আসান মুকুল, নয়া স্ট্র্যাটেজি শাসকদলের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  2017 সালে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করার পর উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের হেভিওয়েট তৃণমূল নেতা-নেত্রীদের অনেককেই পদ্মফুল শিবিরে যোগদান করেছিলেন মুকুল রায় এমনকি 2019 সালের লোকসভা নির্বাচনে এই মুকুল রায়ের পরিকল্পনাতেই বিজেপি পশ্চিমবঙ্গে অভূতপূর্ব ফলাফল করেছে বলে দাবি করা হয়। এমনকি 2021 সালের বিধানসভা নির্বাচন এবং সারা রাজ্যজুড়ে অর্থাৎ দক্ষিণবঙ্গে বিজেপি ভালো ফল করতে না পারলেও, উত্তরবঙ্গে তাদের অভূতপূর্ব ফলাফল হয়েছে। নিজেদের আধিপত্য বজায় রেখেছে ভারতীয় জনতা পার্টি।

আর এর পেছনে কি মুকুল রায়ের মস্তিষ্ক রয়েছে, তা ভালোই বুঝতে পেরেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আর সেই কারণে বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর মুকুল রায় পদ্মফুল ছেড়ে ঘাসফুল শিবিরের নাম লেখানোর সাথে সাথেই তার সঙ্গে আলোচনায় বসেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তবে মুকুল রায়কে কোন দায়িত্ব দেওয়া হবে, কিভাবে তিনি কাজ করবেন, তার এখনও কিছুই চূড়ান্ত নয়।

তবে উত্তরবঙ্গ দিয়েই যে মুকুল রায়কে কাজে লাগিয়ে গেরুয়া শিবিরকে কুপোকাত করতে চাইছে তৃণমূল কংগ্রেস, তা একপ্রকার পরিষ্কার। অর্থাৎ সর্বভারতীয় ক্ষেত্রে মুকুল রায়কে কাজে লাগানোর আগে বাংলার যে সমস্ত জায়গায় বিজেপির প্রভাব রয়েছে, সেই সমস্ত জায়গায় ঘাসফুল ফোটানোর লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আর সেই কারণেই এবার মুকুল রায়কে কাজে লাগানো হতে পারে বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, মুকুল রায় তৃণমূল কংগ্রেসে ফিরে আসার পরেই তাকে কোন দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে নানা মহলে কৌতুহল তৈরি হয়েছিল। মাঝে জল্পনা তৈরি হয়, মুকুলবাবুকে সর্বভারতীয় সহ-সভাপতি করতে পারে তৃণমূল কংগ্রেস। তবে সর্বভারতীয় ক্ষেত্রে তাকে যে কাজে লাগাবে ঘাসফুল শিবির, তা এককথায় পরিষ্কার। কিন্তু উত্তরবঙ্গ দিয়েই মুকুল রায়কে কাজে লাগাতে চাইছে তৃণমূল কংগ্রেস।

উত্তরবঙ্গে বিজেপির যথেষ্ট প্রভাব রয়েছে। সেখানে কিভাবে গেরুয়া শিবিরকে চাপে ফেলতে হয়, তার জন্য চাণক্যকে কাজে লাগিয়ে বিজেপির অস্বস্তি বাড়িয়ে দিতে চাইছে ঘাসফুল শিবির বলেই দাবি বিশেষজ্ঞদের। বলা বাহুল্য, রাজ্যে 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর বারবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গকে সমান গুরুত্ব দিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিনি মহাকরণ নিয়ে ছুটে গিয়েছেন উত্তরবঙ্গে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু তারপরেও 2019 সালে লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেসের ফলাফল খুব একটা ভালো হয়নি। একটিও আসন লাভ করতে পারেনি ঘাসফুল শিবির। এমনকি 2021 সালের বিধানসভা নির্বাচনে দক্ষিণবঙ্গ জুড়ে তৃণমূলের হাওয়া বয়ে গেলেও, উত্তরবঙ্গের সেভাবে দাগ কাটা সম্ভব হয়নি তৃণমূলের পক্ষে। আর সেই কারণেই মুকুল রায় ফিরে আসার পর চার বছর বিজেপির সঙ্গে ঘর করা মুকুল রায়কে কিভাবে উত্তরবঙ্গে কাজে লাগিয়ে তৃণমূলের শক্তি বৃদ্ধি করা যায় তার চেষ্টা চালাচ্ছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

পর্যবেক্ষকদের দাবি, ইতিমধ্যেই মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর বিজেপির একাধিক জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন। অর্থাৎ তিনি যে বিজেপির ঘর ভাঙতে উদ্যত হয়েছেন, তা বলাই যায়। এমনকি খুব দ্রুত বিজেপির অনেক জনপ্রতিনিধি মুকুল রায়ের ডাকে সাড়া দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন বলে সম্ভাবনা তৈরি হয়েছে।

আর এর মাঝেই সেই মুকুল রায়কে দিয়ে উত্তরবঙ্গে বিজেপির ঘর ভাঙতে তৎপর তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে বিজেপি প্রভাবিত উত্তরবঙ্গ দিয়েই যে মুকুলবাবুকে কাজে লাগিয়ে উত্তরবঙ্গকে সবুজ করতে চায় তৃনমূল, তা বলাই যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!