এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > পদের নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা? প্রভাবশালী বিজেপি নেতার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দলীয় নেতার

পদের নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা? প্রভাবশালী বিজেপি নেতার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দলীয় নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সভাপতির বিরুদ্ধে থানায় দায়ের হল আর্থিক প্রতারণার অভিযোগ। যার ফলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টির অন্দরমহলে। অভিযোগ, পদ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বিজেপি নেতার কাছ থেকে প্রায় 13 লক্ষ টাকা নেওয়া হয়েছিল। আর এখন তিনি টাকা ফেরত চাইতে গেলে তাকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। যার ফলে তিনি সেই বিজেপি সভাপতির বিরুদ্ধে থানায় আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। স্বভাবতই তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা ভারতীয় জনতা পার্টির অন্দরমহলের এক নেতার বিরুদ্ধে আরেক নেতা আর্থিক প্রতারণার অভিযোগ করে থানায় মামলা দায়ের করলে এখন ব্যাপক অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।

প্রসঙ্গত উল্লেখ্য, বারাসাত পৌরসভা 17 নম্বর ওয়ার্ডের ইন্দ্রকলোনি এলাকার বাসিন্দা মনীশ কুমার হালদার দলের জেলা কমিটির সদস্য ছিলেন। তবে কিছুদিন আগেই তিনি বারাসাত থানায় একটি অভিযোগ দায়ের করে জানিয়েছেন যে, দলে ভালো পদ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিজেপির জেলা সভাপতি তার কাছ থেকে দফায় দফায় মোট 12 লক্ষ 70 হাজার টাকা নিয়েছেন। কিন্তু দীর্ঘদিন চলে যাওয়ার পরেও তাকে কোনো পদে বসানো হয়নি।

বর্তমানে টাকা ফেরত চাইলে তাকে হুমকি দেওয়া হচ্ছে। স্বভাবতই জেলা সভাপতির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠায় এখন ব্যাপক অস্বস্তিতে পড়েছেন সেই জেলা সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায়। তবে এই প্রথম নয়, এর আগেও শংকরবাবুর বিরুদ্ধে ধর্ষণ, আর্থিক প্রতারণা, মারধরের মত একাধিক অভিযোগ থানায় অভিযোগ দায়ের হয়েছিল। আর দলের এক নেতা তার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করায় ভারতীয় জনতা পার্টি যে এখানে ব্যাপক বেকায়দায় পড়ল, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কি অভিযোগ রয়েছে জেলা সভাপতির বিরুদ্ধে? এদিন এই প্রসঙ্গে অভিযোগকারী বিজেপি নেতা মনীশ কুমার হালদার বলেন, “দফায় দফায় আমার কাছ থেকে 12 লক্ষ 70 হাজার টাকা নিয়েছেন। আমি থানার পাশাপাশি জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছি। পুলিশের দ্বারস্থ হওয়ায় আমাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। জেলা সভাপতির অনুগামী আমাকে মারধর করেছেন। আমি চাই, দুর্নীতিগ্রস্ত জেলা সভাপতি এবং তাদের অনুগামীদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নিক।”

তবে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির জেলা সভাপতি শংকর চট্টোপাধ্যায়। তিনি বলেন, “অভিযোগকারীর সঙ্গে গত দু’বছর আমার কোনো কথা হয়নি। আদালত খুললে আমি তার নামে মানহানির মামলা করব।” তবে যে যাই বলুন না কেন, এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির অন্দরমহল যে টালমাটাল, তা বলার অপেক্ষা রাখে না। যে বিজেপি 2021 এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিতে তৎপর, সেই বিজেপির অন্দরমহলে এরকম গন্ডগোল প্রকাশ্যে আসায় এখন ভারতীয় জনতা পার্টি কিভাবে তাকে সামাল দেবে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!