পদ্মশ্রী নিয়ে কটাক্ষ করতেই তৃণমূল নেতার বিপত্তি! এবার মুখ খুলে যা বললেন কার্তিক মহারাজ! তৃণমূল রাজনীতি রাজ্য January 27, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী সম্মানের তালিকা দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ। আর এই তালিকা প্রকাশ হওয়ার পরেই তৃণমূলের পক্ষ থেকে কুনাল ঘোষ সেই কার্তিক মহারাজ এবং বিজেপিকে আক্রমণ করতে শুরু করেছেন। আর এবার তার পাল্টা জবাব দিয়ে কুনাল ঘোষের অস্বস্তি বাড়িয়ে দিলেন স্বয়ং কার্তিক মহারাজ। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে কার্তিক মহারাজকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি পাল্টা কুনাল ঘোষকে জবাব দিয়ে বলেন, “রাজনৈতিক দলের মুখপাত্র। ওনার চিন্তা, ওনার ভাবনা, ওনার বিদ্যাবুদ্ধি অনুসারে উনি যেটা বলেছেন, ওনার মত করেই উনি বলবেন। উনি তো কারাবন্দি ছিলেন। তারপর একটা রাজনৈতিক দলের হয়ে মুখপাত্র করছেন। উনি তো অনেক পেয়েছেন। ওনার পাওয়া দিয়ে আর একজনের চিন্তা করছেন।” আপনার মতামত জানান -