এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “পদত্যাগ করুন মমতা” হঠাৎ কেন এই দাবি তুললেন বিজেপি নেত্রী! জেনে নিন!

“পদত্যাগ করুন মমতা” হঠাৎ কেন এই দাবি তুললেন বিজেপি নেত্রী! জেনে নিন!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রামপুরহাট থেকে শুরু করে হাঁসখালির ঘটনায় রাজ্য প্রশাসনের দিকে অভিযোগের আঙুল উঠতে শুরু করেছে। বিভিন্ন ঘটনায় বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, রাজ্যে আইন-শৃঙ্খলা নেই। পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। আর এই পরিস্থিতিতে সম্প্রতি নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে এই ঘটনার জন্য জেলা প্রশাসনকে দায়ী করেছেন স্বয়ং পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার সেই বক্তব্যকে হাতিয়ার করেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অগ্নিমিত্রাদেবী। যেখানে তিনি লেখেন, “বগটুই থেকে হাঁসখালি সব কাণ্ডের দোষ পুলিশের ওপর চাপিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশ ঠিকমতো খবর রাখছে না, তাও বলেছেন। 11 বছর ধরে আপনি পুলিশ মন্ত্রী। দায় নিন, পদত্যাগ করুন। পুলিশ অপদার্থ বোঝালেন, এবার তাহলে পুলিশ মন্ত্রীর পদ ছাড়ুন।”

বিশেষজ্ঞরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বক্তব্যকে হাতিয়ার করেই তার পদত্যাগ দাবি করলেন এই বিজেপি নেত্রী। যার ফলে রাজ্য প্রশাসন এবং স্বয়ং মুখ্যমন্ত্রী যথেষ্ট চাপের মুখে পড়ে গেল বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!