এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > পদত্যাগের পর প্রথম সভা থেকে কি বললেন শুভেন্দু ?

পদত্যাগের পর প্রথম সভা থেকে কি বললেন শুভেন্দু ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশ বছরের রাজনৈতিক সম্পর্কে অবশেষে দাঁড়ি টেনেছেন শুভেন্দু নিজেই। মন্ত্রীত্ব, বিধায়ক পদ ছাড়ার পর শুভেন্দু অধিকারী এবার দলের প্রাথমিক সদস্যপদ ছাড়ার দিকে। নন্দীগ্রামের বিধায়ক হিসেবে পদত্যাগের পর বৃহস্পতিবার প্রথম অরাজনৈতিক মঞ্চে উঠলেন শুভেন্দু অধিকারী। এই মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী কি বলেন, তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন কিনা, তা নিয়ে কৌতূহল ছিল প্রথম থেকেই তুঙ্গে। কিন্তু শুভেন্দু অধিকারী সে পথ মাড়ালেন না। তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছিল এই সভা। আর এই সভা ভেসে গেল স্বদেশী আবেগে।

সভার শুরু থেকেই শুভেন্দু অধিকারী তুলে ধরলেন একের পর এক স্বাদেশিকতার কথা। তবে একবারই শুভেন্দু অধিকারী কিছুটা অন্য সুরে বলেন, যারা তাম্রলিপ্তের ইতিহাস জানেন না, তাঁরা ভোট চাইতে আসেন এবং ভেঙে দেওয়া, গুঁড়িয়ে দেওয়ার কথা বলেন। এদিন বক্তব্যের শুরুতেই শুভেন্দু অধিকারী প্রথমে মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান এবং জাতীয় সরকার তৈরির ইতিহাসের ব্যাখ্যা করেন। পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাও এবং প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় জাতীয় সরকার তৈরীর ইতিহাসের অধ্যায়ের সঙ্গে যে ওতপ্রোতভাবে জুড়ে ছিলেন, সে কথা মনে করান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একইসাথে, শুভেন্দু অধিকারী ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ঐতিহ্য তুলে ধরেন। এবং সর্বসাধারণের সামনে আহ্বান রাখেন এই ঐতিহ্য ধরে রাখতে হবে বলে। এদিন তিনি বলেন “ক্ষুদিরাম, তাম্রলিপ্ত দিবস,মাতঙ্গিনী হাজরা এই অধ্যায়গুলি যাঁরা জানে না, তাঁরা ভোট চায়, বলে ভেঙে দেয় গুড়িয়ে দাও। পরিসরটা বাড়াতে হবে। আমরা গণ্ডীর মধ্যে বাঁধা থাক, তার বাইরেও একটা বড় জগত আছে। স্বাধীনতা সংগ্রামীদের আত্মোত্‍সর্গ ব্যতীত এই জায়গায় আমরা আসতে পারতাম না।” শুভেন্দু অধিকারী নিজের বক্তব্যের শেষ মুহূর্তে জানান, তাঁর নিজস্ব কাজ রয়েছে আগামীদিনে।

তবে শুভেন্দু অধিকারী আগামী দিনে কি কাজ করতে চলেছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোরদার আলোচনা। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান ঘিরে এই মুহূর্তে ব্যাপক কৌতূহল রাজ্যজুড়ে। তিনি বিজেপিতে যাবেন নাকি নিজের দল তৈরি করে বিধানসভায় ফিরে আসবেন তা এখনো স্পষ্ট নয়। তবে শুভেন্দু অধিকারী যে ধীরে চলো নীতি অবলম্বন করেছেন সে কথা এতদিনে স্পষ্ট। সময় নিয়ে তিনি তৃণমূলের একেকটি পদ ছাড়ছেন। সর্বশেষ তৃণমূলের সদস্য পদ ছাড়ার দিকেই এগোচ্ছেন তিনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!