এখন পড়ছেন
হোম > রাজ্য > পুলিশকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে এবার জামিন অযোগ্য ধারায় মামলা মেয়রের বিরুদ্ধে

পুলিশকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে এবার জামিন অযোগ্য ধারায় মামলা মেয়রের বিরুদ্ধে


ইসলামপুরের দাড়িভিটে দুই ছাত্রের মৃত্যু নিয়ে আন্দোলন। আর সেই আন্দোলন কর্মসূচী থেকে পুলিশের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার পরিকল্পনা করার অভিযোগে এবার জামিন অযোগ্য ধারায় মামলা হল বাম পরিচালিত শিলিগুড়ি পুরসভার মেয়র অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে। প্রসঙ্গত উল্লেখ্য, গত সোমবার ইসলামপুরের ঘটনার প্রতিবাদে শিলিগোড়িতে একটি মিছিল করে বামেরা।

অভিযোগ, এই মিছিল থেকে মুখ্যমন্ত্রীর কুশপুতুল পোড়ানোর সময় পুলিশের পক্ষ থেকে বাধা দিলে বামেদের তরফ থেকে পুলিশের গায়ে কেরোসিন ছিটিয়ে দেওয়া হয়।  এমনকী মুখে তখন “পুড়িয়ে দাও, জালিয়ে দাও” স্লোগান দিতে থাকে বাম নেতাকর্মীরা। আর এই ঘটনাতেই শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য এবং জীবেশ সরকারের বিরুদ্ধে পুলিশকে পুড়িয়ে মারার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়।

এদিকে সোমবার এই ঘটনার পর বামেদের শ্রমিক সংগঠন সিটুর দুই নেতাকে গ্রেপ্তার করলে দ্রুত অশোক ভট্টাচার্যকেও গ্রেপ্তারের দাবে জানান শিলিগুড়ি পুরসভির তৃনমূল কংগ্রেসের বিরোধী দলনেতা রঞ্জন সরকার। তিনি বলেন, “মেয়রের নেতৃত্বে পুলিশকে ওপর এহেন আক্রমন সত্যিই নিন্দনীয়। ওনাকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত।” তবে তাঁর বিরুদ্ধে পুলেশের পক্ষ থেকে জামিন অযোগ্য ধারায় মামলা করায় এদিন মুখ খুলেছেন শিলিগুড়ি পুরসভার মেয়র অশোক ভট্টাচার্যও।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তিনি বলেন, ” জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য এবং প্রধানমন্ত্রীর কুশপুতুল পোড়াতে যখন তৃনমূলের কোনো অসুবিধে হয় না তখন মুখ্যমন্ত্রীর কুশপুতুল পোড়ালে অন্যায় কি?” পাশাপাশি তাঁকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে যে কোনো লাভ হবে না এদিন সেই কথা বলে পাল্টা মিছিলের উপস্থিত মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ আনেন অশোক ভট্টাচার্য। সব মিলিয়ে এখন বাম মেয়রের বিরুদ্ধে পুলিশকে আগুনে মারার প্ররোচনায় জামিন অযোগ্য ধারায় মামলা হওয়ায় রাজনৈতিক পারদ চড়ছে শিলিগুড়িতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!