এখন পড়ছেন
হোম > রাজ্য > পুলিশের কপালে দুঃখ আছে, পাল্টা মারা হবে বুঝতে পারে নি তৃণমূল: দিলীপ ঘোষ

পুলিশের কপালে দুঃখ আছে, পাল্টা মারা হবে বুঝতে পারে নি তৃণমূল: দিলীপ ঘোষ


রাজ্যের শাসককে প্রশাসনিক সহ নানান ক্ষেত্রে কার্যত নাকাল করতে বদ্ধ পরিকর গেরুয়া শিবির। এদিন রাজ্য পুলিশকে একপ্রকার হুমকি দিয়েই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, ”শাসক দলের ক্যাডারের ভূমিকা পালন করছে পুলিশ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

নিজেরাই বোমা, বন্দুক এনে পুলিশ বলছে, বিরোধীদের পার্টি অফিসে পাওয়া গিয়েছে। পুলিশের কপালে দুঃখ আছে।বিজেপির গুঁতো টের পেয়েছে তৃণমূল। পাল্টা মারা হবে, তা বুঝতে পারেনি ওরা।” অন্যদিকে বিজেপি নেতা মুকুল রায় বললেন, ”পুলিশ সরিয়ে নিয়ে দেখুন ফল কী হয়!” আবার এদিন শহরে এসে আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে পুলিশের দায়িত্ব কর্তব্য নিয়ে সওয়াল উঠিয়ে রাজ্যের শাসক দল কে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। রামনবমীর ঘটনাকে কেন্দ্র করে আসানসোলের হিংসার প্রসঙ্গে তিনি বললেন,”আসানসোলে পুলিসের উপরেই হামলা হয়েছে। এতেই বোঝা যায়, রাজ্যে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!